গোলশূন্য ড্র-তেই ইউরোয় শেষ ষোলো প্রায় নিশ্চিত করে ফেলল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। পোল্যান্ডের বিরুদ্ধে নিষ্ফলা ম্যাচ শেষে এখন চার পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে মুলাররা। সমসংখ্যক পয়েন্টে গোল পার্থক্যে দ্বিতীয় হয়ে প্রি-কোয়ার্টারে দিকে পা বাড়িয়ে রাখল পোল্যান্ডও। Photos: AFP/Getty Images