

শনিবার আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এম এস ধোনি৷ যদিও তাঁকে নিয়ে আলোচনা থেমে থাকছে না৷ সাধারণ ক্রিকেট ভক্ত থেকে শুরু করে প্রাক্তন বা বর্তমান ক্রিকেটার, বাইশ গজে ধোনির নানা কীর্তি নিয়ে আলোচনা যেন থামতেই চাইছে না৷


এম এস ধোনির প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীর দাবি করলেন, ধোনির দখলে এমন একটি রেকর্ড রয়েছে, যা সম্ভবত অন্য কারও পক্ষে ভাঙা সম্ভব হবে না৷


২০০৭ সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত৷ ২০১১ সালে ফের তাঁর নেতৃত্বেই একদিনের বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া৷ অধিনায়ক হিসেবে ধোনির পালকে আরও একটি মুকুট ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়৷ প্রথম অধিনায়ক হিসেবে আইসিসি-র তিনটি টুর্নামেন্ট জেতার রেকর্ড রয়েছে ধোনির দখলে৷


গৌতম গম্ভীর মনে করেন, আর কোনও অধিনায়কের পক্ষে ধোনির এই রেকর্ড স্পর্শ করা সম্ভবত অসম্ভব হতে চলেছে৷ এ বিষয়ে রীতিমতো আত্মবিশ্বাসী প্রাক্তন ভারতীয় ওপেনার৷