গৌতম গম্ভীর, বিরাট কোহলি দু‘জনেই দিল্লির ছেলে ৷ তবে এই সিনিয়র-জুনিয়রের সম্পর্ক বিশেষ মধুর নয় ৷ Photo Credit: KKR Website.
2/ 10
জাতীয় দলেও একটা সময়ে একসঙ্গে খেলেছেন দিল্লির এই দুই তারকা ক্রিকেটার ৷ নিজেদের কাছের মহলে একে অপরের নামে খুব প্রশংসা করেছেন এ খবর বলতে পারবে না দু‘জনের অতিবড় ফ্যানও ৷ File Photo
3/ 10
আইপিএলের মঞ্চে একেবারে প্রকাশ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন এই দুই ক্রিকেটার ৷ এবার আবার আইপিএল শুরুর আগেই বিরাটের বিরুদ্ধে বিরাট বোমা ফেললেন গৌতম গম্ভীর যা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া ৷ Photo Credit: KKR Website.
4/ 10
আইপিএলে বিরাট কোহলির অধিনায়কত্ব প্রসঙ্গে গম্ভীর চাঁচাছোলা ভাষায় জানিয়েছেন , ওর আরসিবিকে ধন্যবাদ জানানো উচিত ৷ আসলে আরসিবি-র জার্সি গায়ে বিশেষ কিছু করে দেখাতে পারেননি অধিনায়ক বিরাট কোহলি ৷ আর সেটা বোঝাতেই গোতি এটা বলেছেন ৷ File Photo
5/ 10
বিরাট কোহলি প্রসঙ্গে গৌতম গম্ভীর বলেছেন, ও খুব একটা হিসেবনিকেশ করা অধিনায়ক নয়, ও কখনও আইপিএল জেতেনি আর আইপিএলে আপনি তত ভালো অধিনায়ক আপনি যতবার সেটা জিতেছেন ৷ এদিকে বিরাট কোহলিকে এরকম ভাবে বলায় নেটিজেনরা বেজায় চটেছেন ৷ Photo Courtesy- Twitter
6/ 10
Photo Courtesy- Twitter
7/ 10
Photo Courtesy- Twitter
8/ 10
Photo Courtesy- Twitter
9/ 10
নেটিজেনদের বেশিরভাগ ভোট কোহলির দিকে গেলেও কিছু মানুষ অবশ্য গম্ভীরের কথায় সহমত হয়েছেন ৷ Photo Courtesy- Twitter