তিনি কিছুটা বেপরোয়া স্বভাবের। আশেপাশে কে কী বলছে তা গায়ে মাখেন না। কিন্তু সব সময় কি আর এতটা মাথা ঠাণ্ডা রাখতে পারেন রবি শাস্ত্রী! রবি শাস্ত্রী ভারতীয় দলের কোচ হওয়ার পর অনেকে প্রশ্ন তুলেছিলেন। তবে বাস্তবে দেখা যাচ্ছে, তিনি ভারতীয় দলের অন্যতম সফল কোচ। পরিসংখ্যান তাই বলছে। শাস্ত্রী ভারতীয় দলের কোচ হওয়ার পরই টিম ইন্ডিয়া ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারে। তার পরই তাঁকে নিয়ে প্রশ্ন উঠে যায়। তবে শাস্ত্রীর আমলেই ভারতীয় দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে। তাঁর আমলেই ভারতীয় দল বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল। শাস্ত্রী সমালোচকদের এবার একহাত নিলেন। বললেন, ওরা জানে না, আমার চামড়া ডিউক বলের চামড়ার থেকেও মোটা। কে কী বলল আমার কিছু যায় আসে না তাতে। শাস্ত্রী আরও বলেছেন, ভারতে ঈর্ষা করার মতো লোকেদের একটা ঘেরাটোপ রয়েছে। ওরা সব সময় আপনাকে ব্যর্থ হিসেবে দেখাতে চাইবে।