বিশ্বকাপের বাজারে সুপারহিট বেশ কিছু ‘মিম’৷ বর্তমান দিনে সোশ্যাল মিডিয়া অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম ৷ সকলেই এই ফোরামে এসে নিজেদের মত শেয়ার করার স্বাচ্ছন্দ্য অনুভব করেন ৷
আর এই মাধ্যমে সকলেই নিজের পছন্দ -অপছন্দ বেশ স্বচ্ছন্দ্যে শেয়ার করেন ৷ বিশ্বকাপের সমস্ত ঘটনাতেই দ্রুত হয়ে যাচ্ছে দারণ জনপ্রিয় ‘মিম’৷ এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি পপুলার মিম হচ্ছে মেসিকে ঘিরে ৷ আসলে আইসল্যান্ডের বিরুদ্ধে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার লিওনেল মেসির পেনাল্টি মিস নিয়ে একাধিক ‘মিম’ তৈরি হয়েছে ৷
জনপ্রিয় বাঙলা ছবি ধন্যি মেয়েতে উত্তম কুমার বলেছিলেন তাঁর ভাইকে পেনাল্টি পেয়েও বাইরে মারতে ৷ কারণ তাঁর জাত্যাভিমানে সেটা আটকেছিল যে তাঁর দল পেনাল্টি থেকে ম্যাচ জেতে ৷ আর মেসিকেও যেনউত্তমকুমারই বলেছেন সেভাবেই পেনাল্টি মিস করতে ৷
এদিকে আবার ফুটবলপ্রেমী বাঙালিরা আরও এক পোস্ট তৈরি করেছেন ৷ তাতে দেখা যাচ্ছে মেসি-রোনাল্ডো-নেইমার কেউই ভারতের বিরুদ্ধে কোনও গোল করতে পারেননি ৷ বিশ্বকাপ শুরু হয়েছে
সবে এক সপ্তাহও হয়নি ৷ তারমধ্যেই এই ধরণের সব পোস্ট এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ বিশ্ব ফুটবলের সেরা ইভেন্ট আরও যত গড়াবে হাস্যরসের রসদ আরও বাড়বে নিঃসন্দেহে বলা যায় ৷ Disclaimer - মিমগুলি সম্পূর্ণভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তি বিশেষের নিজস্ব মত , নিউজ 18 বাংলা-র মতের প্রকাশ নয়