বার্সেলোনা ছাড়তে চাইলেন মেসি! আইনি লড়াইয়ের ইঙ্গিত ক্লাবের
মেসি বার্সেলোনাকে জানিয়েছেন, প্রায় দু দশক তিনি বার্সায় খেলেছেন৷ গোটা সিজনে (২০১৯-২০) একটিও ট্রফি নেই বার্সার৷ চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে লজ্জার হার৷ সব মিলিয়ে বার্সেলোনা ছাড়তে মনস্থির করে ফেলেছেন তিনি৷


বর্তমান ফুটবল বিশ্বের রাজপুত্র বললে অত্যুক্তি হয় না৷ নিওনেল মেসি ও বার্সেলোনা ক্লাব-- কার্যত একসঙ্গে উচ্চারিত হয়৷ কয়েকশো গোল, অসংখ্য রেকর্ড, ডজনের বেশি শিরোপা, বার্সেলোনায় মেসির অবদান নিয়ে সমালোচনার অবকাশ নেই৷ এ হেন বার্সেলোনা ছাড়তে চাইলেন মেসি৷ আর্জেন্টিনার তারকার সঙ্গে বার্সেলোনার সম্পর্কের ইতিটা খুব একটা মধুর হচ্ছে না৷


মেসি বার্সেলোনাকে জানিয়েছেন, প্রায় দু দশক তিনি বার্সায় খেলেছেন৷ গোটা সিজনে (২০১৯-২০) একটিও ট্রফি নেই বার্সার৷ চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে লজ্জার হার৷ সব মিলিয়ে বার্সেলোনা ছাড়তে মনস্থির করে ফেলেছেন তিনি৷


মেসি যে ক্লাব ছাড়তে চাইছেন, তা বার্সাও সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন৷ বার্সা ছাড়ার প্রয়োজনীয় কাগজপত্রও পাঠিয়ে দিয়েছেন লিও মেসি৷ তবে আইনি লড়াই শুরু করার ইঙ্গিত দিয়েছে বার্সেলোনাও৷ যার নির্যাস, মেসির বার্সা ত্যাগ খুব একটা মধুর হচ্ছে না৷ যাবতীয় গোল বাঁধছে মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তিতে কিছু আইনি বিবাদ৷


বার্সেলোনা জানিয়েছে, মেসি যে নথিগুলি পাঠিয়েছেন, তাতে তিনি চাইছেন, চলতি মরশুমের শেষেই ক্লাব ছাড়তে৷ কিন্তু যে ক্লজে মেসি এই দাবি করছেন, সেই ক্লজের মেয়াদ জুনেই ফুরিয়েছে৷ ক্লজ অনুযায়ী, মেসির বাই-আউট অর্থের পরিমাণ ৭০০ মিলিয়ন ইউরো৷


স্বাভাবিক ভাবে স্প্যানিশ সিজন শেষ হয় মে মাসে৷ কিন্তু করোনার জেরে তা পিছিয়ে গিয়েছে৷ ৩৩ বছরের মেসি বার্সেলোনাতে খেলেই ৬ বার ব্যালন ডি'ওর পেয়েছেন৷ ১০টি স্প্যানিশ লিগ টাইটেল ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা৷