

মজিদ বাসকর, শুধুমাত্র একটা নাম নন ৷ তিনি একটা অধ্যায় ৷ ইস্টবেঙ্গলের জার্সি গায়ে যে ক‘জন বিদেশি ভারতের এসে দাপটের সঙ্গে খেলেছেন তার মধ্যে নিঃসন্দেহে উজ্জ্বলতম ৷ Photo Courtesy- Majid Baskar Lovers / Facebook Handle


পায়ে পায়ে অনেক পথ চলা , আজ ইস্টবেঙ্গলের নামের ঐতিহ্য আরও পূর্ণতা পেয়েছে শতবর্ষ সেলিব্রেশনে ৷ সারা বাংলা থেকে লাল হলুদ ফ্যানরা মাতোয়ারা নিজেদের শতবর্ষ উদযাপনে ৷ শহরের রঙ যেন লাল হলুদ ৷ Photo- Video Grab


মজিদ বাসকার ইস্টবেঙ্গলে আসার পরেই আস্তে আস্তে হয়ে উঠেছিলেন লাল হলুদের ঘরের ছেলে ৷ তাই শতবর্ষ উদযাপনের কথা কানে যেতেই কথা দিয়েছেন আসবেন নিজের প্রিয় ক্লাবকে আরও একবার দেখতে ৷ ১৩ অগাস্ট কলকাতায় আসতে চলেছেন এই মিডফিল্ডার ৷ Photo Courtesy- Majid Baskar Lovers / Facebook Handle


মধ্য-প্রাচ্যের ইরান থেকে খেলতে এসেছিলেন ভারতে ৷ অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে লাল হলুদের জার্সিতে যোগ দিয়ে একেবারে মন জিতে নিয়েছিলেন ৷ Photo- Collected


১৯৮০-র দশকে লাল-হলুদ জার্সি গায়ে এমন ছাপ রেখেছিলেন এই ইরানিয়ান ফুটবলার যে আজও ময়দানে নতুন ভালো বিদেশি ফুটবলার এলে প্রস্ন তোলা হয় ইনি কি মজিদ বাসকরের মতো ভালো? মানে সোজ কথায় বঙ্গ তথা ভারতীয় ফুটবলে বিদেশিদের জন্য একটা বেঞ্চমার্ক তৈরি করে দিয়ে গেছেন তিনি ৷ Photo Courtesy- Majid Baskar Lovers / Facebook Handle


গতিতে বল নিয়ে ওঠা, ড্রিবল, ট্রিকি পাস দেওয়া সবতেই তিনি যেন ছিলেন দারুণ তুখোড় ৷ Photo Courtesy- Majid Baskar Lovers / Facebook Handle


হুয়ান রোমান রিকলমে-র ধাঁচের খেলা তিনি যেন দেখাতেন কলকাতা ময়দানে ৷ ১৯৭৮ সালে ইরানের জার্সিতে বিশ্বকাপে খেলেছিলেন মজিদ ৷ ময়দানে বিশ্বকাপ খেলা খেলোয়াড়ের ট্র্যাডিশানের তিনি অন্যতম ৷ Photo Courtesy- Majid Baskar Lovers / Facebook Handle


আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন মজিদ, কলকাতা ফুটবল মাঠে জামশেদ নাসিরি-র সঙ্গে তাঁর জুটি ছিল অনবদ্য ৷ ইস্টবেঙ্গলের জার্সিতে এক বছরের জন্য খেলার পর মহমেডান স্পোর্টিংয়ের হয়ে দু‘বছর খেলেন তিনি ৷ Photo Courtesy- Majid Baskar Lovers / Facebook Handle


তবে দারুণ প্রতিভাবান এই ফুটবলার এর পরবর্তী পর্যায়ে মাদকাসক্ত হয়ে পরেন এবং এরপর নিজের পুরনো পারফরম্যান্স আর মাঠে দ্বিতীয়বার ফেরাতে পারেননি ৷ Photo Courtesy- Majid Baskar Lovers / Facebook Handle


তবে সেই কালো দিন নয় ইস্টবেঙ্গল জনতা আজও সেই সোনালি স্কিলের অধিকারিকে আরও একবার দেখতে চায় ৷ পেতে চায় সেই সেরা বিদেশির এক ঝলক ৷ Photo Courtesy- Majid Baskar Lovers / Facebook Handle