

বিশ্বকাপে ভরাডুবির পর কোপা আমেরিকাতেও এখনও পর্যন্ত একেবারেই আশানরূপ পারফরম্যান্স নয় আর্জেন্টিনার ৷ কাতারকে হারিয়ে সোমবার কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা ৷ দল জিতলেও এদিন গোল পাননি লিওনেল মেসি ৷ তবে এদিন অবশ্যই বিশেষ দিন ছিল মেসির ৷ নিজের ৩২তম জন্মদিনে মেসির সেরা উপহার আর্জেন্টিনার কোপার শেষ আটে কোয়ালিফাই করা ৷


পুরো নাম লিওনেল আন্দ্রেস মেসি কুচেত্তিনি। ফুটবলবিশ্ব তাঁর মেসি নামটিতে মোহাচ্ছন্ন। তার বাঁ-পায়ের জাদুতে মোহাবিষ্ট পুরো পৃথিবী। ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্ম হয় মেসির ৷


২০০৫ সালে স্পেনের নাগরিকত্ব নেন মেসি। এখন তাঁর দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে । একটি আর্জেন্টিনা ও অপরটি স্পেনের। ২০০৫ সালের ১৭ অগাস্ট হোসে পেকেরম্যানের কোচিংয়ে হাঙ্গেরির বিরুদ্ধে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় লিওনেল মেসির।


গত এক যুগেরও বেশি সময় ধরে বার্সেলোনার হয়ে মেসি জিতেছেন অসংখ্য শিরোপা। নিজে পৌঁছেছেন ফুটবল শ্রেষ্ঠত্বের শিখরে। মেসি এবং বার্সেলোনা যখন সমার্থক শব্দে পরিণত হচ্ছিল, তখন স্পেনের জাতীয় দলে খেলার সুযোগ পেয়েও নিজের জন্মভূমি আর্জেন্টিনাকেই বেছে নিয়েছিলেন মেসি।


২০০৮ সালে বেজিং অলিম্পিকে সোনা জেতে আর্জেন্টিনা। সেই দলের সদস্য ছিলেন মেসি। ২০০৮ সালে বার্সেলোনায় রোনাল্ডিনহোর থেকে ১০ নম্বর জার্সি পান মেসি। তবে বিশ্বকাপ এখনও অধরা ৷