

বিশ্বের সেরা ফুটবল তারকাদের মধ্যে যাঁদের নাম একদম প্রথম সারিতে আসে তাঁদের মধ্যে অন্যতম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ তিনি আগে রঙিন জীবনযাপন করলেও এখন তিনি ঘোরতর সংসারি৷ চার সন্তান -গার্লফ্রেন্ড জর্জিনা রডরিগেজ , পরিবার অন্য সদস্যদের নিয়ে কোয়ালিটি টাইম কাটাতে দারুণ পছন্দ করেন৷ মাঠ যদি সিআর সেভেনের প্রথম পছন্দ হয় তাহলে প্রথমের থেকেও প্রথম তাঁর পরিবার৷ সবসময়েই নিজের পরিবারের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান কোয়ালিটি টাইম৷ Photo Courtesy-Instagram


এবার কিনা সেই বাড়িতেই বিপর্যয়৷ পর্তুগালের স্থানীয় সংবাদপত্র Diario de Noticias Madeira অনুযায়ি রোনাল্ডোর ৬৭ কোটি টাকার বাড়িতে ডাকাতি হয়েছে৷ বুধবার রাতে এই ডাকাতির ঘটনা ঘটেছে৷Photo Courtesy-Instagram


ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জাতীয় দলের হয়ে খেলার জন্য মেদেইরার তাঁর বিলাসবহুল বাড়িতে ছিলেন না৷ যে চুরি করতে এসেছিল সে বাড়ির আরও অন্যান্য জিনিসের সঙ্গে রোনাল্ডোর সই করা জুভেন্তাসের জার্সিও নিয়ে পালিয়েছে৷Photo Courtesy-Instagram


এদিকে রোনাল্ডো যেমন ফুটবল খেলতে বাইরে ছিলেন তেমনিই তাঁর বান্ধবী জর্জিনা রডরিগেজ প্যারিস ফ্যাশন উইকের জন্য বাইরে ছিলেন৷Photo Courtesy-Instagram


মাদেইরার এই বাড়িতে থাকেন রোনাল্ডোর মা ডোলোরেস ও বড় ভাই হুগো৷ তবে এদিন এঁরাও বাড়িতে ছিলেন কিনা তাও অবশ্য পরিষ্কারভাবে জানা যায়নি৷ সূত্রের খবর একজন হাউস কিপিং স্টাফ গ্যারেজের দরজা খুলে রাখায় ডাকাতরা ঢুকতে পারে৷ Photo Courtesy-Instagram


রোনাল্ডোর এক আত্মীয় বাড়ির অ্যালার্ম বাজান৷ তবে এখনও এই ঘটনায় কোনও গ্রেফতার হয়নি৷ CCTV ক্যামেরায় চোরের ছবি অবশ্য রয়েছে৷ আধিকারিকরা জানিয়েছেন খুব দ্রুত গ্রেফতার হবে৷ Photo Courtesy-Instagram