পোল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার ২-০ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন দলের তরুণ তারকা জুলিয়ান আলভারেজ। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন তিনি।
2/ 6
গোলের পর দলের তরুণ তারকা নিয়ে উচছ্বাস প্রকাশ করতেও দেখা যায় লিওনেল মেসিকে। বিশ্বকাপের মঞ্চে গোল পেয়ে খুশি জুলিয়ান আলভারেজ।
3/ 6
মেসিকেই নিজের আইডল মানেন আলভারেজ। ছোট বেলা থেকেই মেসি ভক্ত তিনি। এর আগে ছোট বেলায় মেসির সঙ্গে সলফি তোলার আবদার জানিয়েছিলেন আলভারেজ। ক্ষুদে ভক্তের আবদার মিটিয়েছিলেন মেসি।
4/ 6
আর্জেন্টিনার প্রাক্তন তারকা কুন আগুয়ারোর সঙ্গেও ছবি তুলেছিলেন জুলিয়ান আলভারেজ। স্বপ্ন দেখেতেনম নিজেও একদিন আর্জেন্টিনা দলে খলবেন।
5/ 6
দি মারিয়ার সঙ্গেও একসময় ছবি তুলেছিলেন জুলিয়ান আলভারেজ। সেই ছবিও পোল্যান্ডের সঙ্গে গোল করার পর সামনে এসেছে।
6/ 6
ইতিমধ্যেই জুলিয়ান আলভারেজকে ভবিষ্যতের তারকা হিসেবে দেখতে শুরু করেছেন ফুটবল বিশেষজ্ঞরা। আগামি ম্যাচগুলিতে ভালো ফল করার বিষয়ে আত্মবিশ্বাসী তরুণ তারকাও।
প্রিয় তারকার কাছে সেলফির আবেদন থেকে সতীর্থ হওয়া, একেই বলে স্বপ্নপূরণ
মেসিকেই নিজের আইডল মানেন আলভারেজ। ছোট বেলা থেকেই মেসি ভক্ত তিনি। এর আগে ছোট বেলায় মেসির সঙ্গে সলফি তোলার আবদার জানিয়েছিলেন আলভারেজ। ক্ষুদে ভক্তের আবদার মিটিয়েছিলেন মেসি।