বিরাট কোহলির দোষ। তিনি আগ্রাসন আর ঔদ্ধত্যের ফারাক বোঝেন না! এমন কথা অনেকেই বলছেন এখন। গম্ভীরের সঙ্গে বচসায় জড়িয়েছেন কোহলি। তার পর থেকে একদল ক্রিকেটপ্রেমী কোহলির সমালোচনা করছেন।
2/ 6
কোহলির আগ্রাসন নিয়ে আগেও অনেক কথা হয়েছে। মাঠে তিনি আগ্রাসী। কেউ এই ব্যাপারটাকে ভাল বলেন, কারও কাছে সেটা খারাপ। তবে কোহলি কখনও নিজেকে বদলাননি। তিনি যেমন ছিলেন, তেমনই আছেন।
3/ 6
৭৫টি সেঞ্চুরির মালিক তিনি। ভারতীয় দলকে একার হাতে জিতিয়েছেন অনেক ম্যাচ। তিনি কিং কোহলি। পরিস্থিতি যা-ই হোক, তিনি তাঁর ভক্তদের মনে রাজত্ব করেন।
4/ 6
সোমবার লখনউয়ের মাঠেও বিরাট কোহলির সঙ্গে দেখা করবেন বলে এক ভক্ত মাঠে ঢুকে পড়লেন। প্রথমে কোহলির সামনে দাঁড়িয়ে হাতজোড় করে নমস্কার করে সেই ভক্ত, তার পর কোহলির পা ছুঁয়ে প্রণাম করেন।
5/ 6
সেই ভক্তের এমন সম্মান জ্ঞাপন দেখে অনেকেই বলছেন, বিরাট কোহলি এত বছরে এই শ্রদ্ধা উপার্জন করেছেন।
6/ 6
গম্ভীরের সঙ্গে বচসার পরও বিরাট কোহলির প্রতি তাঁর ভক্তদের সম্মান, ভালবাসা, শ্রদ্ধা একটুও কমেনি। সেটাই যেন প্রমাণ করে এই ছবি।
হাত জোড় করে নমস্কার, তার পর পায়ে হাত দিয়ে প্রণাম! বিরাট কোহলি এখনও 'রাজা'
বিরাট কোহলির দোষ। তিনি আগ্রাসন আর ঔদ্ধত্যের ফারাক বোঝেন না! এমন কথা অনেকেই বলছেন এখন। গম্ভীরের সঙ্গে বচসায় জড়িয়েছেন কোহলি। তার পর থেকে একদল ক্রিকেটপ্রেমী কোহলির সমালোচনা করছেন।
হাত জোড় করে নমস্কার, তার পর পায়ে হাত দিয়ে প্রণাম! বিরাট কোহলি এখনও 'রাজা'
কোহলির আগ্রাসন নিয়ে আগেও অনেক কথা হয়েছে। মাঠে তিনি আগ্রাসী। কেউ এই ব্যাপারটাকে ভাল বলেন, কারও কাছে সেটা খারাপ। তবে কোহলি কখনও নিজেকে বদলাননি। তিনি যেমন ছিলেন, তেমনই আছেন।
হাত জোড় করে নমস্কার, তার পর পায়ে হাত দিয়ে প্রণাম! বিরাট কোহলি এখনও 'রাজা'
সোমবার লখনউয়ের মাঠেও বিরাট কোহলির সঙ্গে দেখা করবেন বলে এক ভক্ত মাঠে ঢুকে পড়লেন। প্রথমে কোহলির সামনে দাঁড়িয়ে হাতজোড় করে নমস্কার করে সেই ভক্ত, তার পর কোহলির পা ছুঁয়ে প্রণাম করেন।