ইউরোর পর চেলসির দায়িত্ব নিয়েই নাকি কান্দ্রেভাকে স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে যেতে চান আন্তোনিও কন্তে। ইউরোর মাঝেই দাবানলের মত ছড়িয়েছে এই গুজবটা। চোট সারিয়ে স্পেনের বিরুদ্ধেই প্রি-কোয়ার্টারে প্রথম এগারোয় ফিরছেন কান্দ্রেভা। সিরি বি-তে কেরিয়ার শুরু করার পর ২৯-এর কান্দ্রেভার ফুটবলে এখন মধ্যগগনের সূর্যের আঁচ। বলা ভাল, লা রোহার বিরুদ্ধে লাজিওর তারকাই আজুরি কোচের তুরুপের তাস। সাংবাদিক সম্মেলনে গম্ভীর ইতালির অধিনায়ক বুফোঁ ৷