বার্মিংহ্যাম যেমন ভারতের জন্য বরাবরাই অপয়া ৷ তেমনি লর্ডসে গত বেশ কয়েকটি টেস্টে রেকর্ড একেবারেই ভাল নয় ইংল্যান্ডেরও ৷ এখানে শেষ টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল জো রুটদের ৷ প্রথম টেস্ট হারের পর তাই লর্ডস থেকেই সিরিজে ভারতীয় ঘুরে দাঁড়াবেন, তেমনটাই আসা করা হয়েছিল ৷ কিন্তু বৃষ্টিবিঘ্নিত টেস্টে আরও হতাশ করলেন ভারতীয় ব্যাটসম্যানরা ৷ প্রথম ইনিংসে সংগ্রহ ছিল মাত্র ১০৭ রান ৷ দ্বিতীয় ইনিংস শেষ হল তার থেকে সামান্য বেশি ১৩০ রানে ৷ ইনিংস ও ২৫৯ রানে লজ্জার হারে পাঁচ টেস্টের সিরিজে ২-০-তে পিছিয়ে পড়ল ভারত ৷ কোহলির নেতৃত্বে এই প্রথমবার ইনিংসে হার হজম করল টিম ইন্ডিয়া ৷ Photo Courtesy: ICC/Twitter Handle
ইংল্যান্ড প্রথম ইনিংস ৩৯৬/৭ রানে ডিক্লেয়ার করার পরেই কালো মেঘে ঢাকা লর্ডসে ভারতীয়দের কপালে যে কী অপেক্ষা করছে, তা মোটামুটি আন্দাজ করাই গিয়েছিল ৷ গোটা টেস্টেই ভারতীয় ব্যাটসম্যানরা ন্যূনতম লড়াইটাও করতে পারেননি, তা সত্যি চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে ৷ বার্মিংহ্যামে প্রথম টেস্টে শুধুমাত্র কোহলি বাদে বাকীরা কেউই তেমন রান পাননি ৷ লর্ডসে দুই ইনিংসেই ব্যর্থ কাপ্তান কোহলি ৷ ব্যর্থ গোটা দলই ৷ স্কোরবোর্ডের দিকে তাকালে দেখা যাবে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দুই ইনিংসেই সর্বোচ্চ রান রবীচন্দ্রন অশ্বিনের ৷ প্রথম ইনিংসে ২৯ করার পর রবিবারও শেষপর্যন্ত ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি ৷ দ্বিতীয় সর্বোচ্চ রান হার্দিক পাণ্ডিয়ার (২৬) ৷ Photo Courtesy: ICC
ওকসের অপরাজিত সেঞ্চুরির পর ইংল্যান্ডকে জেতানোর বাকী কাজটা করেন দলের দুই পেসার জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড ৷ দু’জনেই পেয়েছেন চারটি করে উইকেট ৷ চা বিরতির আগে ব্রডের বিধ্বংসী স্পেল একসময় ৬১ রানে ৬ উইকেট পড়ে যায় ভারতের ৷ ওইসময় হার্দিক এবং অশ্বিন মিলে কিছুটা লড়াই না করলে দ্বিতীয় ইনিংসে ১০০-র গণ্ডীও ভারত টপকাতো কী না সন্দেহ ৷ Photo Source: Twitter