পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, বিশ্ব ফুটবলের কে সেরা! এই নিয়ে তর্কের শেষ নেই। দুই মহাতারকার ভক্তদের মধ্যে এই নিয়ে যুক্তি-তর্ক লেগেই থাকে।
2/ 6
ডাচ ফুটবলের কিংবদন্তি ফুটবলার মার্কো ভ্যান বাস্তেন কিন্তু রাখঢাক না রেখেই বলে দিলেন, যে কোনও দিক থেকে মেসি অনেকটাই এগিয়ে রোনাল্ডোর থেকে।
3/ 6
এসি মিলান এবং আয়াক্সের প্রাক্তন তারকা বাস্তেন একটি বিতর্কিত মন্তব্যও করে বসেছেন। তিনি বলেছেন, রোনাল্ডোকে যারা মেসির থেকে ভাল বলেন তারা আসলে ফুটবলটাই বোঝে না।
বাস্তেন আরও বলেছেন, কে বা কারা কেন মেসির থেকে রোনাল্ডোকে সেরা বলে আমি জানি না। তাদের যুক্তিও আমি বুঝি না। ওরা হয়তো এমনটা কোনও অকারণ বিশ্বাস থেকে বলে। রোনাল্ডো অসাধারণ ফুটবলার। তবে মেসি যে কোনও দিন যে কোনও ফুটবলারের থেকে অনেকটা এগিয়ে।
6/ 6
বাস্তেন অবশ্য তাঁর সর্বকালের সেরা তিন ফুটবলারের তালিকায় মেসি বা রোনাল্ডোকে রাখেননি। তাঁরে চোখে সর্বকালের সেরা তিন ফুটবলার- পেলে, দিয়েগো মারাডোনা ও জোহান ক্রুয়েফ।