তিনি দলের অধিনায়ক ৷ বিশ্বকাপের মঞ্চে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি ৷ টিম স্পিরিটকে উদ্বুদ্ধ কী করে করতে হয় তা ভালো করেই জানেন তিনি ৷ তাই নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে টিম মেন্বারদের সঙ্গে হামেশাই ছবি দেন বিরাট কোহলি ৷ টিমকে উদ্বুদ্ধ করার মতো ট্যাগলাইনও দেন তিনিই ৷ Photo Courtesy- Virat Kohli/ Instagram Handle