নিজের ছবির নিচে অনুষ্কা লিখেছেন খুশি মেয়েরা সবচেয়ে সুন্দরী -যেটা অড্রে হেপবার্নের একটা মন্তব্য ৷ আর এই ছবিতে তাঁর স্বামীর মন্তব্য তুমি যেকোনও সময়েই সবচেয়ে সুন্দর ৷ প্রকাশ্যে কটজন স্বামী তাঁর স্ত্রী-র এ হেন প্রশংসা করতে পারেন ৷ Photo CourTESY -Instagram