আন্তর্জাতিক ম্যাচে প্রথম বার পাঁচ উইকেট পেলেন মহম্মদ শামি ৷ প্রথম পাঁচ উইকেট আবার বিশ্বকাপের মঞ্চ সব মিলিয়ে আনন্দ দ্বিগুন ৷ Photo Courtesy - Twitter
2/ 6
শামি দ্বিতীয় ভারতীয় যিনি পরপর তিম ম্যাচে চারটি বা তার বেশি উইকেট নিলেন ৷ এর আগে ১৯৮৮ সালে নরেন্দ্র হিরওয়ানি এই কাজ করেছিলেন ৷ Photo Courtesy - Twitter
3/ 6
মহম্মদ শামি বিস্বকাপের মঞ্চেও দ্বিতীয় বোলার যিনি পরপর তিন ম্যাচে চার বা তার বেশি উইকেট পেলেন৷ এর আগে শহিদ আফ্রিদি এই নজির গড়েছিলেন ৷ Photo- AFP
4/ 6
পাঁচ উইকেট পেয়ে সবচেয়ে বেশি রান দেওয়ার ক্ষেত্রেও নজির গড়লেন তিনি ৷ এর আগে সবচেয়ে বেশি রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন ৬১ রান দিয়ে আর শামি ৬৯ রান দিয়ে ৫ উইকেট নিলেন ৷ Photo Courtesy - Twitter
5/ 6
অস্ট্রেলিয়ার স্টিভেন ফিন ৭১ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন ৷ তিনি সবচেয়ে এক্সপেনসিব পাঁচ উইকেট গ্রাহক ছিলেন বিশ্বকাপের মঞ্চে ৷ শামি সেই তালিকায় দু নম্বর খরচ সাপেক্ষ বোলার হলেন ৷ Photo Courtesy - Twitter