বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইতে সবসমেয়ই ভারত শেষ হাসি হেসেছে ৷ ম্যাঞ্চেস্টারের লড়াইয়ের আগে এই মেগা ম্যাচে র ৬ টি জয়ে ৬ জন সেরা হয়েছেন এর মধ্যে মাস্টারব্লাস্টার সচিনের পাল্লা সবচেয়ে ভারি ৷ ১৯৯২ বিশ্বকাপে ম্যাচ সেরা সচিন তেন্ডুলকর। Photo PTI
2/ 7
১৯৯৬ বিশ্বকাপ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন নভজোৎ সিং সিধু ৷ Photo PTI
3/ 7
১৯৯৯ বিশ্বকাপে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন ভেঙ্কটেশ প্রসাদ ৷ Photo PTI
4/ 7
২০০৩ এ ফের বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নায়ক সচিন তেন্ডুলকর ৷
5/ 7
২০১১ সাল-যাতে ভারত ফের বিশ্বকাপ জিতেছিল ১৯৮৩-র পর, সেই দারুণ গুরুত্বপূর্ণ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল টিম ইন্ডিয়া ৷ ম্যাচের সেরা সচিনই ৷ Photo PTI
6/ 7
২০১৫ সালে বিশ্বকাপে ম্যাচের সেরা হয়েছিলেন বিরাট কোহলি ৷ Photo PTI
7/ 7
২০১৯ বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচে রোহিত শর্মার ধামাকা ১৪০ রান ম্যাচ জয়ের অন্যতম কারণ ৷ Photo Courtesy- Reuters