বিরাট কোহলি ফের আম্পায়রকে বোঝানোর চেষ্টা করলেন ৷ আগের ম্যাচে রোহিতের আউটের পর আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি ৷ এবার বিরাট কোহলি সৌম্য সরকারের আউটের সিদ্ধান্ত নিয়ে উত্তাল হল ক্রিকেট মহল ৷ Photo- Reuters
2/ 5
এদিন মহম্মদ শামির বলে সৌম্য সরকারকে এল বি ডাব্লু আবেদন করেন ৷ ফিল্ড আম্পায়র তাঁকে নট আউট দেন ৷ Photo- Reuters
3/ 5
কিন্তু থার্ড আম্পায়র আলিম দারও সন্দিহান অবস্থায় তাঁকে আউট নাকচ করে দেন ৷ তাঁর ধারণা ছিল প্যাড ছোওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটও ছুঁয়েছিল এরকম তাঁর মনে হয়েছে ৷ Photo- Reuters
4/ 5
এরপরেও বিরাট বারবার আম্পায়রদের পয়েন্টটা বোঝানোর চেষ্টা করেন ৷ কারণ বল সত্যিই প্যাডে লেগেছিল ৷ আর বলও অন দ্য লাইন ছিল আর স্টাম্পে হিট করছিল ৷ Photo- Reuters
5/ 5
এদিকে সোশ্যাল মিডিয়া ক্যামেরার যে ভিউ দেখিয়েছে তাতে দেখা যাচ্ছে ব্যাটে নয় বল লেগেছিল প্যাডেই ৷ Photo- Reuters