বয়স মাত্র ৯। বিরল রোগে আক্রান্ত। কিন্তু জেদ ও ইচ্ছের কাছে হার মেনেছে অনেক কিছুই। হুইল চেয়ারেই ইংল্যান্ডকে সমর্থন করতে হাজির ওয়েস ইফতিকার। ইংল্যান্ডের স্পেশাল ফ্যান। এই ফ্যান অন্যদের থেকে আলাদা। সাধারণ মানুষের মত চলতে-ফিরতে কষ্ট। তাই ভরসা সেই হুইলচেয়ারই। আর তাতেই অসম্ভবকে সম্ভব করেছে আট বছরের ওয়েস ইফতিকার ৷ মা ও ভাইয়ের সঙ্গে হাজির সাউদাম্পটনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দেখতে। ইংল্যান্ডকে সমর্থন করলেও ক্রিস গেইলের ভক্ত ওয়েস। ইউনিভার্স বসের চার-ছক্কার বন্যা দেখে খুশি আর ধরে না ওয়েসের। ম্যাচের মধ্যেই দেখা ইংল্যান্ডের মহিলা দলের অধিনায়ক হিথার নাইটের সঙ্গে।