

নিঃসন্দেহে তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ৷ মাঠে নামলেই তিনি একের পর এক রেকর্ড করেন ৷ কিন্তু বিশ্বকাপ বা কোনও টুর্নামেন্টের নক আউট পর্বের খেলায় ভারত অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড অত্যন্ত খারাপ ৷ Photo Courtesy: ICC/Twitter


২০১১ থেকে ধরলে এখনও পর্যন্ত তিনটি বিশ্বকাপেরই সেমিফাইনাল খেলেছে ভারত ৷ বিরাট রান পাননি কোনও বারই ৷


আজ, বুধবার ম্যাঞ্চেস্টারে বিরাটের ব্যাটে অবদান মাত্র ১ রান ৷ গতবার ২০১৫ বিশ্বকাপেও সেমিফাইনালে বিরাট করেছিলেন মাত্র ১ রানই ৷ তিনটি বিশ্বকাপের তিনটি সেমিফাইনালে সবমিলিয়ে ১১ রান করেছেন বিরাট ৷ এবং বিশ্বকাপের নক আউট পর্বে বিরাটের সবমিলিয়ে এখনও পর্যন্ত সংগ্রহ মাত্র ৭৩ রান ৷ অর্থাৎ বিশ্বকাপের নক-আউট পর্বে এখনও পর্যন্ত কখনই ক্লিক করেনি বিরাটের ব্যাট ৷


গত তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে বিরাটের রান সংখ্যা :-২০১১ বনাম পাকিস্তান- ৯ রান (মোহালি)২০১৫ বনাম অস্ট্রেলিয়া- ১ রান ( সিডনি)২০১৯ বনাম নিউজিল্যান্ড- ১ রান ( ম্যাঞ্চেস্টার)