তা হলে ধোনিকে ছাড়া গতি নেই সিএসকের। এমএস ক্যাপ্টেন হিসেবে ফিরতেই আবার যেন আগের ফর্মে ফিরল সিএসকে। হারাল সানরাইজার্স হায়দরাবাদকে। ধোনিকে আবার ক্যাপ্টেন হিসেবে দেখতে যেন মন ছটফট করছিল সিএসকের সমর্থকদের। জাদেজাকে কি তা হলে তাঁরা ক্যাপ্টেন হিসেবে মেনে নিতে পারছিলেন না? আইপিএলের ইতিহাসে চেন্নাইয়ের হয়ে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান করলেন ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে। তবে ঋতুরাজ এক রানের জন্য সেঞ্চুরি মিস করলেন। ৫৭ বলে ৯৯ রান করলেন ঋতুরাজ। ৫৫ বলে ৮৫ রান করলেন কনওয়ে। ধোনি অবশ্য এদিন রান পেলেন না। করলেন মাত্র ৮। প্রথমে ব্যাটিং করে চেন্নাই তুলল ২০২/2। ২০২২ সালের আইপিএলে সানরাইজার্সের বিরুদ্ধে চেন্নাই করল ২০২/২। চেন্নাইয়ের এই রান নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা হল বিস্তর। ধোনি ক্যাপ্টেন হিসেবে ফিরতেই চেন্নাই জিতল ১৩ রানে। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান করল সানরাইজার্স।