1/ 5


বিয়ে সেরে ফেললেন ক্রিকেটার যজুবেন্দ্র চাহাল। প্রেমিকা ধনশ্রী ভর্মার সঙ্গেই চার হাত এক হল। বহুদিন ধরেই ভালোবাসার সম্পর্কে ছিলেন তাঁরা। photo source Instagram
2/ 5


ধনশ্রী পেশায় একজন ডাক্তার। এছাড়াও খুব ভালো নৃত্যশিল্পী তিনি। ইউটিউবার হিসেবেও জনপ্রিয়। সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই নাচের ভিডিও শেয়ার করেন ধনশ্রী। আর এই সোশ্যাল মিডিয়া সূত্রেই আলাপ এই নব দম্পতির। photo source Instagram
3/ 5


ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চাহাল তাঁর বিয়ের ছবি শেয়ার করেছেন। সাদা শেরওয়ানি ও লাল পাগড়িতে দেখা গেল তাঁকে। মেরুন লেহেঙ্গা চোলিতে সেজেছেন ধনশ্রী। photo source Instagram
4/ 5


মঙ্গলবার তাঁদের বিয়েটা হল হিন্দু মতে। গুরগাঁওয়ের কর্মা লেক রিসর্টে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন প্রায় অনেকেই। photo source Instagram