যদিও এই সংস্থায় প্রিয়াঙ্কার অবদান অনেকটাই বেশি ৷ খেলাধূলায় ব্যস্ত থাকার ফলে বেশি সময় দিতে পারেন না সুরেশ রায়না ৷ কিন্তু যখনই সময় পান ঠিক তখনই সংস্থার কাজে নিজেকে নিয়োজিত ও নিবেদিত রাখেন ৷ প্রিয়াঙ্কা রায়না পেশায় ব্যাঙ্কিং প্রফেশনাল ছিলেন ৷ যেখানে তাঁর আয় ছিল লক্ষ লক্ষ টাকা ৷ সেই সব ছেড়ে আজ সমাজ সেবায় নিবেদিত করেছেন নিজেকে ৷ সংগৃহীত ছবি ৷