ভারতীয় ক্রিকেট দলের(Indian Cricket Team) নির্ভরযোগ্য অস্ত্র যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ৷ বাইশ গজে এই স্পিনার যেরকম বিষাক্ত ঠিক তেমনিই চাহাল টিভি-র জন্যেও দারুণ পপুলার৷ তাঁর গার্লফ্রেন্ডও সোশ্যাল মিডিয়ায় দারুণ পপুলার ৷ ধনশ্রী ভর্মা পেশায় ডেন্টিস্ট ৷ তার সঙ্গে দারুণ কোরিওগ্রাফার৷ তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় নিজের নাচের ভিডিও আপলোড করেন৷ আর চাহালের হবু বউয়ের সেই সব ভিডিও মুহূর্তেই হয় ভাইরাল৷ (Dhanashree Verma/Instagram)
আইপিএল চলাকালীন তিনিও আরসিবি ক্রিকেট দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছিলেন৷ এই রোমান্টিক লাভবার্ডস নিজেদের নানা মুহূর্তের রোমান্টিক ছবি শেয়ার করেন তাঁদের সোশ্যাল হ্যান্ডেলে৷ এমনিতেই দারুণ সুন্দরী ধনশ্রী৷ লম্বা ছিপছিপে তার সঙ্গে লম্বা কালো চুল৷ যুজি ও ধনশ্রী এই জুটি ফ্যানদেরও দারুণ পছন্দ ৷ (Yuzvendra Chahal/Instagram)
ধনশ্রী ও চাহালের বাগদান হয়েছে অগাস্ট মাসে৷ নিজেদের রোকা সেরেমনির ছবি দিয়ে সুখবর জানিয়েছিলেন তাঁরা একটি নাচের ক্লাসের সূত্র ধরেই দুজনের মধ্যে প্রেম জানিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল৷ দু তিন মাসের নাচের ক্লাসের পর চাহাল নিজের পরিবারকে জানিয়েছিলেন ধনশ্রীকেই তিনি বিয়ে করবেন ৷ এদিকে নিজের শেষ ছবির ক্যাপশনে ধনশ্রী লিখেছেন - Adventure of a lifetime , অর্থাৎজীবনভরের অ্যা়ডভেঞ্চার৷ (Yuzvendra Chahal/Instagram)