আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) -র ফাইনাল ১৮ থেকে ২২ জুন অবধি ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) -র মধ্যে খেলা হবে৷ এই ম্যাচ সাদাম্পটনের এজেস বোলে খেলা হবে৷ এই ম্যাচ ২০১৯-২১-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দু‘ বছরের চক্র শেষে হবে৷ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রমতালিকায় ভারত শীর্ষ স্থানে ছিল৷ ভারত এই টুর্নামেন্টের আগে ১২ টি টেস্ট জিতেছেন৷ ৪ টি হার ও ১ টি টেস্ট ড্র হয়েছে৷ ভারত ৫২০ পয়েন্ট রয়েছে ভারতের ঝোলায়৷ জয়ের হার ৭২.২ শতাংশ৷ নিউজিল্যান্ড ৭ টি ম্যাচ জিতেছে, ৪ টি ম্যাচ হার হয়েছে৷ নিউজিল্যান্ডের ৪২০ পয়েন্ট রয়েছে, সাফল্যের হার ৭০ শতাংশ৷
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে লাইভ টেলিকাস্ট?
ভারতে এই ম্যাচ লাইভ টেলিকাস্ট স্টার স্পোর্টস নেটওয়ার্কে এই খেলা দেখা যাবে৷ নিউজিল্যান্ডে কোন চ্যানেলে এই ম্যাচ লাইভ দেখা যাবে? নিউজিল্যান্ড স্কাই স্পোর্টস ও স্কাই স্পোর্টস ২ চ্যানেলে দেখা যাবে৷ ভারত বনাম নিউজিল্যান্ড ডাব্লু টিসি ফাইনাল টেলিকাস্ট - লাইভ স্ট্রিমিংভারতে এই ম্যাচ VIP গ্রাহকে Disney+ Hotstar অ্যাপ দেখা যাবে৷ পাশাপাশি Jio TV অ্যাপেও দেখা যাবে৷
ভারতের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য নিউজিল্যান্ডের ১৫ জনের দল - কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লন্ডেল, ট্রেন্ট বোল্ট, ডেবন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, মেট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, হেনরি নিকোলাস, এজাজ প্যাটেল, টিম সাউদি, রস টেলকর, নীল ওয়েগনর, বিজ বাটলিং এবং বিল ইয়ং৷
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ ব্যাটসম্যান ও ৫ বোলার নিয়ে ফাইনালে নামছে টিম ইন্ডিয়া। তিনজন ফাস্ট বোলারের সঙ্গে দুই স্পিনার। প্রথম বার ইংল্যান্ডে ওপেনিং জুটি হিসেবে নামবেন রোহিত শর্মা ও শুভমান গিল। বাউন্সি পিচে দলকে বড় ইনিংসের ভিত গড়ে দেওয়ার গুরুদায়িত্ব এই দু' জনেরই। তিন নম্বরে যথারীতি চেতেশ্বর পূজারা। চার নম্বরে অধিনায়ক বিরাট কোহলি। পাঁচ নম্বরে রাহানে। ৬ নম্বরে ঋষভ পন্থ। প্রত্যাশামতোই ঋদ্ধি নন, দুরন্ত ফর্মে থাকা পন্থই প্রথম একাদশে সুযোগ পেয়েছেন।
ইংল্যান্ডের আবহাওয়া মানেই মেঘ রোদ্দুরের অদ্ভুত খেলা। প্রত্যেকদিনের আবহাওয়ার অদ্ভুত ভোলবদল। এই মুহূর্তে রোদ ঝলমল আকাশ আর খানিক পরেই মেঘের আনাগোনা, বৃষ্টি। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ইংল্যান্ডের মাঠে বদলে যায় ২২ গজে ব্যাট-বলের টক্করের আবহ। নিরপেক্ষ ভেন্যুতে ফাইনাল। ফলে আইসিসির তদারকিতে তৈরি হচ্ছে সাউদাম্পটনের উইকেট। তবে বাউন্স, স্পিড আর সুইং এর ককটেলে "আগুনে" পিচের পূর্বাভাস মিলেছে ইতিমধ্যে।