1/ 11


বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা -র ঘরে কন্যা সন্তান জন্মালো ১১ জানুয়ারি৷ নিজেদের নতুন ইনিংস নিয়ে উচ্ছ্বসিত বিরাট ৷ করেছেন আবেগপূর্ণ ট্যুইটও৷ এদিকে জেনে নিন এই দিনে বিভিন্ন ফিল্ডের অত্যন্ত বিখ্যাত মানুষরা জন্মেছেন৷ ক্রিকেট থেকে অভিনয়, আন্তর্জাতিক আঙিনা থেকে রাজনীতি সর্বস্তরে চূড়ান্ত সাফল্য পাওয়া মানুষজন এই ১১ জানুয়ারি জন্মেছেন৷