বোলিংয়ের পর ব্যাটিংয়েও নড়বড়ে দক্ষিণ আফ্রিকা৷ ভারতের সামনে দাঁড়াতেই পারেনি এদিন প্রোটিয়ারা৷ ২৭৫ রানেই শেষ প্রথম ইনিংস৷ ৪ উইকেট নিলেন আজিঙ্কা রাহানে৷
2/ 5
ভারত ৫ উইকেটে ৬০১ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার দেওয়ার পর শুক্রবারই দাঁত বসানো শুরু করেছিলেন ভারতীয় বোলাররা ৷ দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৩ উইকেটে ৩৬ রান ৷ শনিবার সকালে ব্যাট করতে নেমে নিজেদের ভাগ্য কিছুমাত্র বদলাতে পারল না প্রোটিয়া বাহিনী ৷ Photo Courtesy- BCCI / Twitter Handle
3/ 5
উমেশ যাদবের গতির সামনে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পরতে শুরু করে ৷ এলগার, মার্করম, ডি ব্রুয়েনকে তুলে নিয়ে টপ অর্ডারটা ভেঙে দেন তিনি ৷ Photo Courtesy- BCCI / Twitter Handle
4/ 5
অন্য এন্ডে বল হাতে বিপক্ষকে ছিন্নভিন্ন করছিলেন মহম্মদ শামি ৷ তিনি তুলে নেন বাভুমা ও নরতের উইকেট ৷ Photo Courtesy- BCCI / Twitter Handle
5/ 5
এদিকে এদিন ডুপ্লেসি ও ডিকক জুটিতে একটা লড়াই করার চেষ্টা করেছিলেন কিন্তু সেটাো কার্যকরী হতে দেননি রবিচন্দ্রন অশ্বিন ৷ তিনি এই জুটিতে ভাঙন ধরান পাশাপাশি তুলে নেন দু‘টি উইকেটই ৷ Photo Courtesy- BCCI / Twitter Handle