মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর একেবারে অন্য দায়িত্ব পালনে, না দেশের জার্সি গায়ে দেশের সম্মানের লড়াইয়ের দায়িত্ব নয়৷ এ দায়িত্ব মানুষের দায়িত্ব এ কর্তব্য মানুষের৷ তিনি কোনও উপদেশ দেওয়া নয় একেবারে নিজে করে দেখালেন ৷ সম্প্রতি একটি ব্লাড ডোনেশন ভ্যানের ভিতর থেকে তাঁকে বার হতে দেখা যায়৷ সচিন নিজের বাড়ির বাইরে আয়োজিত ব্লাড ডোনেশন ক্যাম্পে অংশ নেন৷ করোনা সংক্রমণ যখন চরমে ছিল তখন মাস্টারব্লাস্টার বার্তা দিয়েছিলেন প্লাজমা দান করার জন্য৷ তিনি এও বলেছিলেন যখন প্রয়োজন হবে তখন তিনি নিজেও তা দেবেন৷ (PIC: Viral bhayani)