

গ্লেন ম্যাক্সওয়েল (বেস প্রাইস ২ কোটি টাকা)ম্যাক্সওয়েলের পরিচিত গেম চেঞ্জার হিসেবে৷ দু একটা মরশুম বাদ দিলে তিনি আইপিএলে অসম্ভব সফল৷ ২০২০ তে কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিতে তিনি খুব খারাপ পারফর্ম করেছিলেন৷ গোটা মরশুমে একটি ছক্কাও মারেননি তিনি৷ ২০২১ এ বিগ ব্যাশ মরশুম খুব ভালোই করেছিলেন৷ ১৪৩.৫৬ স্ট্রাইক রেটে ৩৭৯ রান করেন তিনি৷


স্টিভ স্মিথ (বেস প্রাইস ২ কোটি টাকা)রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) -এ তাঁর গত মরশুম খুব খারাপ গিয়েছিল৷ তবে তিনিও দারুণ শতরান করেছিলেন করেছিলেন নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া ম্যাচে৷


অ্যারন ফিঞ্চ (১ কোটি টাকা)অজি ক্রিকেটের সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চের আইপিএল ভাগ্যে আটটি ফ্রাঞ্চাইজির হয়েই খেলার অভিজ্ঞতা হয়ে গেছে৷ ২০২০ তে খেলার পর আরসিবি তাকে রিলিজ করে দেয়৷ তাঁকে নিয়ে সিএসকে-র আগ্রহ দেখাতে পারে৷ কারণ তাঁরা শেন ওয়াটসনকে ছেড়ে দিয়ে সেই স্লটে একজনকে চাইছে৷ তাঁর বিবিএলের পারফরম্যান্স বেশ ভালো৷


কেইলি জেমিসন (বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা)নিউজিল্যান্ডের এই ক্রিকেটে সকলের নজরে রয়েছেন৷ আন্তর্জাতিক স্তরের একাধিক ম্যাচে তিনি ম্যাচ উইনিং পারফরম্যান্স দিয়েছেন৷ ১৩.২৭ গড়ে ৩৬ উইকেট নিয়েছেন৷ লম্বা এই স্ট্রাইক বোলার অনেক দলেরই টার্গেট হতে পারে৷


অ্যালেক্স হালস (১.৫ কোটি টাকা)বিগ ব্যাশের এবারের সবচেয়ে বেশি রানের মালিক তিনি৷ ১৬১.৬ স্ট্রাইক রেটে ৫৪৩ রান পেয়েছেন তিনি৷ তাঁর রয়েছে ৩০ টি ছয় এবং ৫৪ বাউন্ডারি৷


ডাওয়িড মালান (১.৫ কোটি টাকা)এই মুহূর্তে টি টোয়েন্টি তে আইসিসি ক্রমতালিকার এক নম্বর ব্যাটসম্যান তিনি৷ ১৯ টি টি টোয়েন্টি তে মালানের সংগ্রহ ৮৫৫৷ গড় ৫৩.৪৩৷ ৯ টি অর্ধশতরান রয়েছে তাঁর৷


শাকিব আল হাসান (বেস প্রাইস ২ কোটি)এক বছর নির্বাসনের পর আইপিএলে ফিরছেন বাংলাদেশের এই সেলিব্রিটি অলরাউন্ডার৷ সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন তিনি ৷ এই দুই দলই তাঁকে দলে নিতে আগ্রহ দেখাতে পারে৷


শিভম দুবে (বেস প্রাইস ৫০ লক্ষ টাকা)গত মরশুমে আরসিবি-র জার্সিতে খেলেছিলেন ৷ ঠিক সময়ে জ্বলে ওঠার ?ক্ষমতা রয়েছে ৷ আরসিবি এই মরশুমে তাঁকে ছেড়ে দিয়েছে৷ সে দারুণ ফিনিশার৷