

প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিকের গাড়ির ভয়াবহ অ্যাক্সিডেন্ট৷ সানিয়ার স্বামীর গাড়ির অ্যাক্সিডেন্টের খবর ছড়িয়ে পড়ায় পরেই ফ্যানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷


তবে শোয়েব মালিক নিজে ট্যুইট করে জানিয়ে দিয়েছেন তিনি এই মারাত্মক দুর্ঘটনায় কোনওভাবে চোট পাননি৷ নিজের সুস্থতার খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘I am perfectly all right everybody. It was just a happenstance accident and Almighty has been extremely Benevolent. Thank you to each one of you who've reached out. I am deeply grateful for all the love and care...,’- অর্থাৎ ‘আমি পুরোপুরি ঠিক আছি৷ এটা একটা অ্যাক্সিডেন্ট ওপরওয়ালা খুবই দয়াবান৷ প্রত্যেককে ধন্যবাদ সব ভালোবাসা ও যত্ন৷’


পিএসএলের প্লেয়ার ড্রাফট ২০২১ -র বৈঠকে যোগ দিয়ে ফেরার সময় এই মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হয় শোয়েব মালিকের গাড়ি৷ সংবাদমাধ্যমের খূর অনুযায়ি জোরে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন শোয়েব মালিক৷ নিয়ন্ত্রণ হারিয়ে বেসামাল হয়ে গাড়িটি একটি রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের তলায় ঢুকে যায়৷