

কোনও তাড়াহুড়ো নয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের জন্য ১৫০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৯ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল টিম ইন্ডিয়া ৷ Photo- BCCI/ Twitter


ধরমশালায় প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ছিল মোহালিতে৷ বুধবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বিরাট এন্ড কোং ৷ Photo- BCCI/ Twitter


এদিন চাহার ও জাদেজার বলে প্রোটিয়া ব্যাটসম্যানরা সেভাবে দাগ কাটতে পারেননি ৷ কুইন্টন ডি কক ৫২ রান করেন ও বাভুমা ৪৯ রান করেন ৷ এটাই দক্ষিণ আফ্রিকার ইনিংসে দুই ক্রিকেটারের সর্বোচ্চ দুটি রান ৷ Photo- BCCI/ Twitter


২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান করে দক্ষিণ আফ্রিকা ৷ চাহার দুটি এছাড়া সাইনি, জাদেজা, পান্ডিয়া একটি করে উইকেট পান ৷ Photo- BCCI/ Twitter


এদিন রান তাড়া করতে নেমে টি-টোয়েন্টিতে হিটম্যানের ১২ বছর অবশ্য খুব একটা মধুর হয়নি ৷ ১২ বলে ১২ করে প্যাভিলয়নে ফিরলেও ৷ ধাওয়ান ও কোহলি জুটি শুরুটা ভালোই করে দেন ৷ ধাওয়ান ৪০ রানে আউট হন ৷ শামসির বলে মিলার তাঁর দুরন্ত ক্যাচ ধরেন ৷ Photo- BCCI/ Twitter