

অস্ট্রেলিয়া বনাম ভারত (India vs Australia) এর মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচ নিয়ে ঘোর ধোঁয়াশা৷ ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার বিবৃতি জারি করে জানিয়েছিল ভারতীয় ক্রিকেট দল ব্রিসবেনের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে৷ কিন্তু তারা সেখানে কী কী করবে ভারতীয় দলের সঙ্গে তার বিষয়ে কিছু আভাস পর্যন্ত হতে দেয়নি৷ ব্রিসেবেন করোনা স্ট্রেন পাওয়া যাওয়ার পর থেকেই সেখানে করোনা সংক্রান্ত চরম সতর্কতা ফের জারি হয়েছে৷ ব্রিসেবেন ভারতের সঙ্গে চতুর্থ টেস্ট ম্যাচ সূচি মেনেই হবে এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷


কোভিড সুরক্ষাবিধি প্রটোকল অনুযায়ি ভারতীয় দলকে কড়া নিয়মবিধির মধ্যে দিয়ে যেতে হচ্ছে৷ প্রাথমিকভাবে বিসিসিআই ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানিয়েছিল যেন ব্রিসবেনে তাদের দলকে আরও একবার কোয়ারেন্টাইন বিধির মধ্যে দিয়ে না যেতে হয়৷ তাহলে তারা এই টেস্ট ম্যাচ খেলবে না৷


যে হোটেলে ভারতীয় ক্রিকেট দলকে রাখা হয়েছে সেখানে করোনা প্রটোকলের ওপর নজরদারি রাখা হচ্ছে৷ হোটেলের লবিতে পুলিশ মোতায়েন রয়েছে৷ পাশাপাশি ক্রিকেটারদের নিজেদের মধ্যে দেখা করায় বাধা থাকবে অর্থাৎ ক্রিকেটাররা নিজেদের মধ্যে কোনও আলোচনাও করতে পারবেন না৷


যা ক্রিকেটারদের মানসিকভাবে খারাপ রাখবে৷ তবে বিসিসিআই ক্রিকেট অস্ট্রেলিয়াকে আগেই এই কথা বলে রাখায় প্রশাসনিক স্তরে তারা কথাবার্তা বলে কীভাবে কী ব্যবস্থা করা যায় তা নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে৷ যদি তারা স্বাস্থ্য প্রশাসকদের সঙ্গে কথা বলে ক্রিকেটারদের নিজেদের মধ্যে কথা বলার সুযোগ দেয় তাহলে ব্রিসবেন টেস্ট নিয়ে কোনও দ্বিমত থাকবে না৷