

অক্টোবরে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের কথা ৷ সেখানে টি টোয়েন্টি ও একদিনের সিরিজ হওয়ার কথা ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে৷ এই সিরিজের ক্রীড়াসূচিও ঘোষিত ৷ ভারত প্রথমে অস্ট্রেলিয়া গিয়ে টি টোয়েন্টি সিরিজ খেলার কথা ৷ ক্রীড়াসূচি অনুযায়ী ১১ অক্টোবর থেকে শুরু হত সিরিজ ৷ কিন্তু সাম্প্রতিক আপডেট অনুযায়ী এই টি টোয়েন্টি সিরিজটি বাতিল হতে পারে ৷ Photo- File


সংবাদমাধ্যমের রিপোর্ট অনুয়ায়ী এই টি টোয়েন্টি সিরিজটি বাতিল হওয়ার সম্ভবনা জোরালো ৷ কারণ এই মুহূর্তে যেরকম পরিস্থিতি তাতে অক্টোবরেই আইপিএল করানোর চেষ্টা চালাচ্ছে বিসিসিআই৷ আর এরই সরাসরি প্রভাব পড়তে চলেছে ভারত অস্ট্রেলিয়া সিরিজের ওপর ৷ তাই জন্যে সিরিজের তারিখও বদলে যাবে ৷ Photo- File


ক্রিকেট অস্ট্রেলিয়া ভারত -অস্ট্রেলিয়া যে ক্রীড়াসূচি প্রকাশ করেছে সেটা অনুযায়ী ১১ অক্টোবর প্রথম ম্যাচ ব্রিসবেনে, ১১ অক্টোবর দ্বিতীয় ম্যাচ ক্যানবেরায়, ১৭ অক্টোবর তৃতীয় ম্যাচ অ্যাডিলেডে ৷ Photo- File


IPL আয়োজনের কথা মাথায় রেখে ১১ অক্টোবরের ভারত -অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ আয়োজন করা কার্যত অসম্ভব এমনটাই মত ওয়াকিবহাল মহলের ৷ শুধু টি টোয়েন্টি সিরিজই নয়, ১০ ডিসেম্বর থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজও এই আইপিএলের জন্য প্রভাবিত হবে ৷ কারণ ভারতীয় ক্রিকেট দল এর আগে ওয়ার্মআপ ম্যাচ খেলতে চাইছে ৷ এই অবস্থায় ক্রিকেট অস্ট্রেলিয়াকে ক্রীড়াসূচি বদলাতে হবে ৷ বিসিসিআই আধিকারিক-রা এই বিষয়ে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন ৷ ইতিমধ্যেই এশিয়া কাপ স্থগিত হয়ে গেছে আর টি টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে ৷ আর এই বিশ্বকাপের উইন্ডোতেই বিসিসিআই আইপিএল আয়োজন করতে চাইছে ৷ Photo- File