

ইশান্ত ছিলেন না, তারপর প্রথম টেস্টে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন মহম্মদ শামি এবং দ্বিতীয় টেস্টে চোট পেয়ে উমেশ যাদব ৷ এবার কফিনের শেষ পেরেকের মতো ইন্ডিয়ান পেস আক্রমণের সবচেয়ে শক্তিশালী অস্ত্র জসপ্রীত বুমরাহও (Jasprit Bumrah) চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেলেন৷ বিসিসিআই ( BCCI ) সূত্রে খবর তলপেটের পেশিতে টানের কারণে খেলা হবে না তাঁর গাব্বায়(4th Test at Brisbane)৷


বিসিসিআই সূত্রে জানা গেছে সিডনি টেস্ট চলাকালীনই পেশিতে(abdominal strain ) টান ধরে জসপ্রীত বুমরাহের৷ এরপরেই তাঁকে ব্রিসবেন টেস্টে খেলানো ়যাবে না৷ তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ফের খেলতে পারবেন ভারতীয় দলের ইয়র্কার এক্সপার্ট৷ এদিকে জসপ্রীত বুমরাহ স্ক্যান রিপোর্টে দেখা যাচ্ছে স্ট্রেন রয়েছে৷ চোট যাতে কোনও রকমেই বাড়তে না পারে তাই চতুর্থ টেস্টে আর তাঁকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে৷ সিডনি টেস্ট চলাকালীনই বুমরাহ ভারতীয় দলের ফিজিও-র সঙ্গে কথা বলছিলেন দেখা গেছে৷ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সময় নিজের পেটের তলদেশ তাঁকে দেখাচ্ছিলেন৷


এদিকে আর আগের দিনই আরও দুটি দুঃসংবাদ এসেছে৷ রবীন্দ্র জাদেজা ভাঙা আঙুল ও হনুমা বিহারি হ্যামস্ট্রিং চোটের জন্য ব্রিসবেন টেস্টের প্রথম একাদশে না থাকার কথা৷