

বিরাট কোহলি (Virat Kohli) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়েছে৷ ভারত শুধু ৮ উইকেটে হেরেছে তাই নয়, একইসঙ্গে ৩৬ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গিয়ে একেবারে লজ্জিত করেছে ভারতীয় ক্রিকেটকে৷ পিঙ্ক বল টেস্টের হার ভুলে টিম ইন্ডিয়ার ফোকাস এখন সিরিজের বাকি তিন ম্যাচে ভালো কিছু করে দেখাতে বদ্ধপরিকর৷ সিরিজে সমতা ফেরাতে বক্সিং ডে টেস্টে ভারতকে জিততেই হবে৷


এই টেস্টে মহম্মদ শামির জায়গায় মহম্মদ সিরাজের খেলার কথা কার্যত নিশ্চিত৷ শামির চোট এবং সিরাজের অনুশীলন ম্যাচে ভালো খেলার জন্য তাঁর এই সুযোগ হবে৷


দলে একটা বড় বদল হতে পারে পৃথ্বী শ-র জায়গায় আসতে পারেন শুভমান গিল৷ ভারত -অস্ট্রেলিয়া টেস্টের আগে দুটি অনুশীলন ম্যাচে শ-র থেকে গিল অনেক ভালো পারফর্ম করেছিলেন৷ পৃথ্বী ০ ও ৪ রান করে আউট হয়েছিলেন৷


প্রথম টেস্টের পর পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন বিরাট কোহলি৷ তাই এই দ্বিতীয় টেস্টে তাঁর জায়গায় কেএল রাহুল সুযোগ পেতে পারেন৷ এই মুহূর্তে তিনি দারুণ ফর্মে রয়েছেন৷ পাশাপাশি তিনি যে কোনও নম্বরেই ব্যাট করতে পারেন৷