

করোনা ভাইরাস অতিমারি আবহের আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে নিউ নর্মালের সঙ্গে মানিয়ে নিয়ে ছন্দে ফিরছে ক্রিকেট ৷ ৯মাস বাদে ২৭ তারিখ অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলছে ভারত ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু দলের মধ্যে কি সব অল ইজ ওয়েল? এই প্রশ্নটা কিন্তু উসকে গেছে জোরদারভাবে৷ রোহিতের (Rohit Sharma) অবস্থান নিয়ে বোর্ড সভাপতি সৌরভ (Sourav Ganguly) যা বিবৃতি দিয়েছিলেন আদৌ তার ধারপাশ মারালেন না অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ৷ যা নিয়ে উষ্মা ক্রিকেট মহলে৷ Photo- BCCI/Twitter


কয়েক দিন আগে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন রোহিতের ফিটনেস নিয়ে৷ আইপিএলের ফাইনালেও ৭০ শতাংশ ফিট অবস্থায় খেলেছেন রোহিত৷ তাই বিসিসিআই প্রেসিডেন্ট বুঝিয়ে দিয়েছিলেন টি টোয়েন্টি ও একদিনের ক্রিকেট দলে তাঁকে রাখা হয়নি৷ রাখা হয়েছে টেস্ট দলে৷ Photo- File


কিন্তু প্রথম একদিনের ম্যাচের আগের দিনের ভার্চুয়াল সাংবাদিকবৈঠকে কোহলি জানিয়ে দেন তাঁর কাছে রোহিত সম্পর্কে কোনও খবর নেই৷ রোহিত নিয়ে তিনি কিছুই জানেন না বলার পর বিরাট জানিয়ে দেন আইপিএলে রোহিতের খেলা দেখা তাঁরা ভেবেছিলেন দলের সঙ্গে যোগ দেবেন রোহিত কিন্তু তা হয়নি৷ এরপরই জটিলতা তুঙ্গে৷ Photo- File


সূত্রের খবর রোহিত এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন৷ রোহিতের চোট নিয়ে একটা ঢাক ঢাক গুরু গুর শুরু থেকেই রয়েছে ৷ কারণ সৌরভকে চোট নিয়ে প্রশ্ন করায় তিনি এও বলেছিলেন ‘প্লেয়ারের চোট কে জানবে? প্লেয়ার জানবে, আমরা জানব, ফিজিও জানবে , এনসিএ জানবে৷ আমরা জানি৷ ’ Photo- File


এদিকে অধিনায়ক ও বোর্ড প্রেসিডেন্টের কথায় ১৮০ ডিগ্রি অমিল থাকায় তৈরি হয় মহাবিতর্ক৷ গৌতম গম্ভীর দাবি করেন বিরাট যেহেতু অধিনায়ক তাই বোর্ডের উচিত রোহিত সম্পর্কে পরিষ্কার ছবি তাঁকে তুলে ধরা৷ Photo- File