টি টোয়েন্টি সিরিজে ২২৪ রান করার পর একদিনের ক্রিকেটেও শতরান করে প্রমাণ করলেন তিনি দারুম ফর্ম অব্যহত রেখেছেন ৷ এদিন তিনি ১১৩ বলে ১১২ রান করেন ৷ এদিন তিনি পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে শতরান করেন ৷ এর আগে ২০১৫ সালে পাঁচ নম্বরে নেমে জিম্বাবোয়ের বিরুদ্ধে শতরান করেছেন সুরেশ রায়না ৷ তারপর ২০২০ তে পাঁচে নেমে কেউ শতরান করলেন ৷ Photo- File
এদিকে ঠিক এক বছর আগে নাগাদ সময়টা মোটেই ভালো ছিল না কেএল রাহুলের ৷ ১১ জানুয়ারি বিসিসিআই তাঁকে সাসপেন্ড করে দিয়েছিল ৷ কফি উইথ করণে হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিশেষ এপিসোড নিয়ে গোটা দেসে চাঞ্চল্য তৈরি হয়েছিল ৷ আর তারপর ধীর ধীরে ক্রিকেটেই ফোকাস ঠিক রেখে এক বছরের মধ্যে কেরিয়ারের সোনার সময় কাটাচ্ছেন কেএল রাহুল ৷ Photo- File