

প্রতিটা মানুষকে রোজই বিভিন্ন সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হয়৷ তাই সংঘর্ষের শেষে জয়ের গল্প সকলেরই ভীষণ ভালো লাগে৷ সকলেই নতুন করে লড়াইতে মোটিভেট করে৷ সিনেমায় এরকম গল্প দেখতে মানুষ পছন্দ করে তবে খেলার মাঠে -র জয়ের গল্প আরও বেশি মোটিভেট করে কারণ সেটা রিল হয় না, হয় রিয়েল৷ এবারের অস্ট্রেলিয়া সফরে ভারতের গল্পটাও অনেকটা সেরকম৷ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৩৪ রানে অলআউটের ধাক্কা কাটিয়ে সিরিজ জেতা এক যেন রূপকথার বাস্তবায়ন৷ এরকমই দলের প্রতিটা সৈনিকেরই নিজের জীবনযুদ্ধের গল্পও ফের একবার সামনে এসেছে৷ কীভাবে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ হয়েছে তাই মোটিভেট করছে সাধারণ জনগনকে৷ Photo-AP


রুড়কি নিজের ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য বিখ্যাত, সেটাই তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থের হোমটাউন৷ ছোটবেলায় দিল্লিতে খেলতে আসতেন সোন্নেট ক্লাবে৷ তারপর তাঁরা থেকে যেতেন স্থানীয় গুরুদ্বারে৷ বাবা-র মৃত্যুর খবরেও আইপিএল খেলা থেকে বাড়ি যাননি তিনি৷ Photo-AP


সিরাজ -হায়দরাবাদের অটো চালক মহম্মদ গওসের ছেলে৷ তাঁর বাড়ি যে গলিতে সেই গলিতে দুই চাকার যানবাহনও ঢুকতে পারে না৷ তিনি অস্ট্রেলিয়ায় থাকাকালীন বাবা মারা যান কিন্তু দেশে ফেরেননি মহম্মদ সিরাজ৷ এবারের অস্ট্রেলিয়ায় তাঁকে জাতিবিদ্বেষমূলক মন্তব্যের শিকারও হতে হয়৷ আগুনে পুড়ে যেমন সোনা শুদ্ধ হয় তেমনিই এই প্রতিটা ঘটনাই আরও ঝকঝকে করেছে সিরাজকে৷ Photo-AP


নভদীপ সাইনির বাবা বাস ড্রাইভার৷ এক হাজার টাকার বিনিময়ে তিনি দিল্লিতে টেনিস বল ক্রিকেট খেলতেন৷ দিল্লিতে প্রথম শ্রেণীর ক্রিকেটার সুমিত নরবাল তাঁকে রনজি ট্রফি -র নেট অনুশীলনে তাঁকে বল করার জন্য ডেকেছিলেন৷ সেখান থেকে গৌতম গম্ভীর তাঁকে বেছে নেন দলে৷ এরজন্য দলে বিরোধিতাও তৈরি হয়েছিল, কারণ তিনি দিল্লির বাইরের ক্রিকেটার৷ গম্ভীর নিজের সিদ্ধান্তে অটল ছিলেন এবং সাইনি না খেললে তিনি নিজে ইস্তফা দেওয়ার হুমকিও দেন৷ Photo-AP


বিরাট কোহলির উত্তরাধিকারী হিসেবে দেখা হয় শুভমান গিলকে৷ পঞ্জাবের ফাজিল্কা একটি সমৃদ্ধ কৃষক পরিবারে তাঁর জন্ম৷ তাঁর দাদু নিজের নাতির জন্য ক্ষেতের মধ্যেই পিচ তৈরি করে দিয়েছিলেন৷ বাবা ছেলের ক্রিকেট খেলার জন্য গ্রামের বাড়ি ছেড়ে চণ্ডীগড়ে থাকার সিদ্ধান্ত নেন৷ উনি অনুর্ধ্ব ১৯ দলের সদস্য ছিলেন৷ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কৃষি আইন বিরোধে কৃষকদের সমর্থণে মত দিয়েছিলেন শুভমান গিল৷ Photo-AP


চেতেশ্বর পূজারা খুবই অন্তর্মুখী একজন মানুষ৷ রাজকোটের থেকে উঠে আসা এই ক্রিকেটার৷ তিনি খুবই শক্ত মানসিকতার টিম৷ তাঁর পিতা ও কোচ অরবিন্দ পূজারা -র অবদান এতে অনেকটাই৷ জুনিয়র ক্রিকেট খেলার সময়েই তাঁর মায়ের মৃত্যু হয়৷ তবুও তিনি লক্ষ্যভ্রষ্ট হননি৷ Photo-AP


শার্দুল ঠাকুর ১৩ বছরে স্কুল ক্রিকেট (হ্যারিস শিল্ড) এক ওভার ৬ টি ছয় মেরেছিলেন৷ তিনি পালঘরের বিবেকানন্দ ইন্টারন্যাশানাল স্কুলের ছাত্র ছিলেন৷ সেখানে রোহিত শর্মাও পড়তেন৷ এই দুই ক্রিকেটারেরই স্কুলের কোচ ছিলেন দিনেশ লাড৷ Photo-AP


ওয়াশিংটন সুন্দরের বাবা নিজের মেন্টর পিডি ওয়াশিংটনকে শ্রদ্ধা জানাতে নিজের ছেলের নাম ওয়াশিংটন রাখেন৷ তিনি ২০১৬ সালে অনুর্ধ্ব ১৯ দলে ব্যাটসম্যান ছিলেন৷ তাঁর অফ স্পিন বল থেকে রাহুল দ্রাবিড় ও পারস মাম্বরে তাঁকে বোলিংয়ে জোর দিতে বলেন৷ Photo-AP


তামিলনাড়ুর সুন্দর গ্রাম ছিন্নমপট্টি এই ক্রিকেটার এক মজদুরের ছেলে৷ তাঁর এই টাকাও ছিল না যাতে বোলিংয়ের জন্য স্পাইক জুতো কিনতে পারেন৷ তিনি নিজের মূলকে ভোলেননি ৷ নিজের গ্রামে ক্রিকেট অ্যাকাডেমি খুলেছেন টি নটরাজন৷ Photo-AP


কোহলির অনুপস্থিতিতে দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন অজিঙ্ক রাহানে৷ তাঁরও লড়াইটা চরম৷ তিনি ক্রিকেট খেলার জন্য রোজ লোকাল ট্রেনে যাতায়াত করতেন৷ রাহানে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন৷ তাঁর টেকনিক দেখে মুগ্ধ হন প্রবীন আমরে৷ রাহানে পাকিস্তানে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছিলেন? সেই ম্যাচটি খেলা হয়েছিল মুম্বই বনাম কায়েদ আজম ট্রফি চ্যাম্পিয়ন করাচি ওবনার্সের মধ্যে৷ Photo-AP