

ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) ডিসেম্বরের একদম শেষে মেলবোর্নে দ্বিতীয় টেস্ট খেলেছিল৷ সেই টেস্টে ভারত ৮ উইকেটে জিতেছিল কিন্তু সেই ম্যাচের থেকেই এল বড়সড় দুঃসংবাদ৷ মাঠে উপস্থিত একজন দর্শক করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন৷ মেলবোর্ন ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে৷ ২৭ ডিসেম্বর ম্যাচ দেখতে এসেছিলেন তিনি করোনা পজিটিভ হয়েছিলেন৷


সিডনি টেস্ট ম্যাচের আগে তাই জারি করা হয়েছে নয়া নিদের্শিকা৷ মাঠে যে দর্শকরা হাজির হবেন তাঁদের সকলের মুখেই মাস্ক মাস্ট৷ একমাত্র খাওয়া দাওয়া-র সময় মুখ থেকে মাস্ক হঠাতে পারবেন দর্শকরা৷ বাকি সবটা সময়েই তাদের মুখে মাস্ক রাখতেই হবে৷ ওয়েস্টার্ন সিডনির কোনও লোক মাঠে ম্যাচ দেখতে আসতে পারবেন না৷ মাঠ কর্তৃপক্ষের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে দর্শকরা ়যেন পাবলিক ট্রান্সপোর্টে মাঠে না আসেন তাঁদের নিজেদের যানবাহনে বা ট্যাক্সি করে আসতে হবে৷


সিডনিতে করোনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাই নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্ট তৃতীয় টেস্ট ম্যাচের জন্য মাঠের দর্শক ধারণ ক্ষমতার ২৫ শতাংশ অবধি লোককে আসতে দেওয়া হবে৷ মাঠে যেখানে ৩৮ হাজার মানুষ একসঙ্গে ম্যাচ দেখতে পারলেও কিন্তু মাঠে ৯৫০০ দর্শক প্রবেশ করতে পারবেন৷