হোম » ছবি » খেলা » Ind vs Aus: অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের আশায় কী জল ঢালবে ব্রিসবেনের বৃষ্টি!

Ind vs Aus: অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের আশায় কী জল ঢালবে ব্রিসবেনের বৃষ্টি!

  • Bangla Editor

  • 14

    Ind vs Aus: অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের আশায় কী জল ঢালবে ব্রিসবেনের বৃষ্টি!

    ব্রিসবেন টেস্টের (Brisbane Test) তৃতীয় দিন ভারত বনাম অস্ট্রেলিয়া (Ind vs Aus) ম্যাচ একেবার নয়া মোড় নিয়েছে। ১৮৬ রানে ৬ উইকেট পতন-প্যাভিলিয়নে ফিরে গেছেন অধিনায়র রাহানে, পুজারা, পন্থ, ময়ঙ্ক আগরওয়াল-রা৷ এরপরেও অভিষেক ম্যাচ খেলতে নামা ওয়াশিংটন সুন্দর ও তরুণ জোরে বোলার শার্দুল ঠাকুর সপ্তম উইকেটের জুটিতে নজির গড়ে দলের প্রথম ইনিংসের স্কোর ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেয়৷ তাঁদেরই ব্যাটের সুবাদে ৩৩৬ রান করে ভারত৷ Photo- AP

    MORE
    GALLERIES

  • 24

    Ind vs Aus: অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের আশায় কী জল ঢালবে ব্রিসবেনের বৃষ্টি!

    এদিকে দ্বিতীয় ইনিংসে এখনও অবধি স্কোর বিনা উইকেটে ২১৷ তাদের লিড ৫৪ রানের৷ চতুর্থ দিন বড় রানের লক্ষ্য তৈরি করে ভারতকে বধ করার সুযোগ তৈরি করতে চাইবে ৷ কিন্তু এই সব কিছুর মধ্যে একটা বড় বিষয় আবহাওয়ার পূর্বাভাস৷ দ্বিতীয় দিনের শেষবেলায় বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল৷ এবার চতুর্থ দিনেও রয়েছে বৃষ্টির ভ্রুকূটি৷ (IND VS AUS, Brisbane weather forecast) ভারত বনাম অস্ট্রেলিয়ায় চতুর্থ টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার বড় রানের স্কোরের ইচ্ছায় বাধ সাধতে পারে আবহাওয়া৷ এদিন বারবার বৃষ্টির সম্ভবনা রয়েছে৷

    MORE
    GALLERIES

  • 34

    Ind vs Aus: অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের আশায় কী জল ঢালবে ব্রিসবেনের বৃষ্টি!

    শুধু সোমবারই নয়, আগামী তিন দিন ব্রিসবেনে প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে৷ আবহাওয়ার ওয়েবসাইট অনুযায়ি ব্রিসবেনে সোমবার বারবার বৃষ্টি হওয়ার কথা৷ রাত তিনটেয় প্রথমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ তারপর ভোর পাঁচটায়, সকাল ৯ টায় বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ সকাল ৯ টায় প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ এরপর ফের বেলা ১২ টা ও বিকেল ৩ টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷

    MORE
    GALLERIES

  • 44

    Ind vs Aus: অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের আশায় কী জল ঢালবে ব্রিসবেনের বৃষ্টি!

    আবহাওয়ার পূর্বাভাস যদি সত্যি হয় তাহলে গাব্বায় চতুর্থ টেস্টের চতুর্থ দিনের খেলা একাধিকবার বন্ধ করে দিতে হতে পারে৷ এরকম হলে একাধিকবার খেলা বন্ধ থাকলে পুরো ওভার খেলা সম্ভব হবে না৷ এর সবচেয়ে বড় ক্ষতি হবে অস্ট্রেলিয়ার পক্ষে৷ কারণ তাহলে তাদের টেস্ট সিরিজ জয়ের আশায় জল ঢালা হয়ে যাবে৷ এদিকে এই টেস্ট যদি ড্র হয় তাহলে ট্রফি ভারতের কাছেই থেকে যাবে কারণ তারা আগের বার এই সিরিজ জিতেছিল৷

    MORE
    GALLERIES