নয়াদিল্লি- তাঁর সৌন্দর্য্যের সামনে ফেল বড় বড় অভিনেত্রী৷ ভারতীয় মহিলা ক্রিকেটার হরলিন দেওলের আজ জন্মদিন৷ হরলিন আজ নিজের ২৩ তম জন্মদিন আজ পালন করেছেন৷ ১৯৯৮ সালের ২১ জুন জন্মেছেন এই সুন্দরী ক্রিকেটার৷ চণ্ডিগড়ে জন্মানো এই অভিনেত্রী ২০১৯ এ ইংল্যান্ডে -র বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটান৷ (Harleen Deol/Instagram)