IPL 2021 Auction: ২ কোটি টাকার নিচে দর হাঁকতে দিতে নারাজ ‘এই’ ১১ ক্রিকেটার
বেসপ্রাইস থেকেই নিলামে দর হাঁকা শুরু হয়, তাই যাদের বেস প্রাইস ২ কোটি তাদেরকে কিনতে গেলে ফ্রাঞ্চাইজিদের অন্তত ২ কোটি খসাতেই হবে৷ বিভিন্ন ‘অচল’ ক্রিকেটার তাও এতেই দর বেঁধে রাখলেন৷


আইপিএল ২০২১ -র অকশন (IPL 2021 Players Auction) ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে হবে৷ বিসিসিআই জানিয়েছে মোট ১০৯৭ জন খেলোয়াড়ের নিলাম হবে৷ তার মধ্যে ২০৭ জন আন্তর্জাতিক তারকা ও ৮০৩ জন ঘরোয়া ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন৷ অ্যাসোসিয়েট দেশের ২৭ জন ক্রিকেটারও নিজেদের নাম রেজিস্ট্রার করিয়েছেন৷ ১০৯৭ জনের মধ্যে ১১ জন ক্রিকেটার আছেন যাঁরা নিজেদের বেসপ্রাইস ২ কোটি টাকা রেখেছেন৷ আইপিএলের নিলামের বাজারে কারা রাখলেন নিজেদের এত দর একনজরে দেখে নিন৷


বাংলাদেশের অলরাউন্ডাক শাকিব আল হাসানের নির্বাসন শেষ হয়ে গেছে৷ শাকিব ফিরে আসছেন আর তিনি নিজের জন্য ফিরে আসার সময়েও বেস প্রাইস রেখেছেন ২ কোটি টাকা৷ কলকাতা ও সানরাইজার্সের জার্সিতে খেলেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার৷ তাঁর জন্য একাধিক দল নিলামে লড়তে পারে৷ তিনি থাকা দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি কলিন ইনগ্রামও নিজের বেস প্রইস ২ কোটি টাকাই হেঁকেছেন৷ (Shakib Al Hasan/Instagram)


রাজস্থান রয়্যালসের প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথও আইপিএল ২০২১ এ নিজের বেস প্রাইস ২ কোটি রেখেছেন৷ তাঁকে গত মরশুমে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় রাজস্থান৷ এ বছর নিলামের আগে তাঁকে রিলিজও করে দেয়৷ স্মিথের আগের মরশুমে পারফরম্যান্স খুব সাধারণ ছিল৷ ১৪ ম্যাচে ২৫,৯১ গড়ে ৩১১ রান করেছিসেন৷ তাঁর দল টেবলের লাস্টে ছিল৷ যদিও পুরো আইপিএল দেখা যায় তাহলে অবশ্য তাঁর ঈর্ষনীয় ৷ ৯৫ ম্যাচে ২৩৩৩৷ তাঁর গড় ৩৫.৩৪৷ তাঁর একটি শতরান ও ১১ টি অর্ধশতরান রয়েছে৷ (RR/Twitter)


অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল নিজের বেসপ্রাইস ২ কোটি টাকা রেখেছেন৷ আইপিএল ২০২০ তে ম্যাক্সওয়েল একটিও ছক্কা মারতে পারেননি৷ তাঁর গড় ছিল ১৫.৪২৷ এরপর তাঁকে কিংস ইলেভেন পঞ্জাব রিলিজ করে দেয়৷ ম্যাক্সওয়েলে ২০২১ কে পয়সা লাগাবে সেটাই এখন দেখার৷ Maxwell/Instagram


ভারতের দুই ক্রিকেটার নিজেদের বেসপ্রাইস ২ কোটি রেখেছেন৷ একজন অফস্পিনার হরভজন সিং অন্যজন কেদার যাদব৷ চেন্নাই সুপার কিংস এই দুই ক্রিকেটারকেই ছেড়ে দিয়েছে৷ যাদব গত মরশুমে ফ্লপ ছিলেন আর হরভজন সিং আইপিএলে অংশই নেননি৷ (PC-Kedar Jadhav instagram)