

কুর্নিশ সিএবি। ২৫৫ দিন পর ক্রিকেট মাঠে নামলেন বাংলার ক্রিকেটাররা। অতি মহামারীর মধ্যেও ২২ গজে বল গড়ানোর সৌজন্যে সিএবি কর্তাদের সাহসী পদক্ষেপ। আইপিএলের ধাঁচে মেগা টুর্নামেন্ট আয়োজন করে তাক লাগিয়ে দিলেন অভিষেক ডালমিয়া এন্ড কোং।


ভারতীয় ক্রিকেট বোর্ড যেখানে এখনও ঘরোয়া ক্রিকেট শুরু করতে পারেনি এমনকি অন্যান্য রাজ্য সংস্থাগুলো সেভাবে খেলা চালু করতে পারেনি, সেখানে দাঁড়িয়ে নজির তৈরি করল সৌরভ গঙ্গোপাধ্যায়ের উত্তরসূরিরা।


ক্রিকেটারদের টুর্নামেন্ট শুরুর আগে থেকে বায়ো-বাবল বা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রাখা থেকে শুরু করে স্বাস্থ্য বিধি এবং বোর্ডের গাইডলাইন মেনে ম্যাচ ঘিরে একাধিক পরিকল্পনা বাস্তবায়িত করে সফলভাবে টুর্নামেন্ট শুরু করল সিএবি।


মঙ্গলবার উদ্বোধন হয়ে গেল বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টের। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে টুর্নামেন্ট উদ্বোধন হওয়ার পাশাপাশি প্রত্যেক দলের জার্সি উন্মোচন হল। ইডেনের ঐতিহ্য মেনে প্রথম ম্যাচ শুরুর আগে ইডেনের ঘন্টা বাজানো হল। প্রায় নয় মাস আগে বাংলা বনাম কর্নাটক রঞ্জি সেমিফাইনাল ম্যাচ হয়েছিল ইডেনে। তারপর থেকে বন্ধ ছিল খেলাধুলা। ফের একবার ক্রিকেটের নন্দনকানন ফিরে পেল তার হৃদস্পন্দন।


এক নজরে দেখলে মনে হবে ঠিক যেন আইপিএল। ক্লাব দলগুলোকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে কোনও রকম খামতি রাখতে চাননি সিএবি কর্তারা। আধুনিক জার্সি থেকে মাঠে ডিজের ব্যবস্থা। ম্যাচ সেরার পুরস্কার থেকে অনলাইনে সরাসরি ম্যাচ দেখানোর পরিকল্পনা বাস্তবায়িত করেছেন কর্তারা। দর্শকশূন্য মাঠে অনলাইনে চোখ রাখছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। সবথেকে তাৎপর্য বিষয়ে অতি মহামারীর সময় টুর্নামেন্টের জন্য একাধিক স্পনসর যুক্ত করতে পেরেছেন কর্তারা।


আইপিএল টাইটেল স্পনসর ড্রিম ইলেভেনকে যুক্ত করতে পেরেছেন এই টুর্নামেন্টের সঙ্গে। অনলাইন গেমিং এ ইস্টবেঙ্গল, মোহনবাগান ক্রিকেটারদের নিয়ে খেলা সম্ভব হচ্ছে দর্শকদের পক্ষে। ম্যাচের সরাসরি ধারাভাষ্য ব্যবস্থা রয়েছে। বাংলার কোচ অরুণলাল, রণদেব বসু, জয়দীপ মুখোপাধ্যায়রা ইংরেজিতে ধারাভাষ্য দিচ্ছেন। আট ক্যামেরায় ম্যাচ সরাসরি সম্প্রচার হচ্ছে।


জৈব সুরক্ষা বলয় থেকে ক্রিকেটার এবং সমস্ত টুর্নামেন্টের সঙ্গে সরাসরি যুক্ত থাকা সমস্ত অফিসিয়ালদের বিশেষ বাসে নিয়ে আসা হচ্ছে ইডেনে। মাঠ চত্বরে জৈব সুরক্ষা বলয় তৈরি হয়েছে। নিয়মিত করোনা পরীক্ষা ব্যবস্থা থাকছে। ক্রিকেটারদের মাঠে ফেরানোর পাশাপাশি টুর্নামেন্ট থেকে আয়ের রাস্তাও দেখছে সিএবি। আগামী দিনে মহিলাদের জন্য একই ভাবে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে কর্তাদের।


প্রথম দিন দুটি ম্যাচ আয়োজিত হয়েছে। প্রথম ম্যাচে কাস্টমস ক্লাবের বিরুদ্ধে জয় পেয়েছে মোহনবাগান। ম্যাচে ৬১ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন মনোজ তিওয়ারি। আইপিএলের নেট বোলার হিসেবে পঞ্জাব দলের সঙ্গে থাকা সায়ন ঘোষ ২ উইকেট নেন। অন্য ম্যাচে মহম্মদ সামির ভাই মহম্মদ কাইফের ব্যাটিং দক্ষতায় ভর করে কালীঘাট ক্লাবের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় টাউন। Input- ERON ROY BURMAN