সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়ে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাও আবার মাত্র ৬ ম্যাচের মধ্যে।
2/ 8
এর আগে সৌদি প্রো লিগে আল ওয়েদার বিরুদ্ধে আল নাসের ৪-০ গোলে জিতেছিল। সেই ম্যাচে একাই ৪টি গোল করেছিলেন সিআরসেভেন।
3/ 8
আর এবার দামাকের বিরুদ্ধে ৩-০ গোলে জিতে লিগ টেবিলের শীর্ষে উঠে এল আল নাসের। ম্যাচে ৩টি গোল একাই করেন পর্তুগিজ মহাতারকা।
4/ 8
এদিন ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করে ফেলেন রোনাল্ডো। ১৮, ২৩ ও ৪৪ মিনিটে পরপর তিনটি গোল করেন আন নাসেরের সুপার স্টার। ৬ ম্যাচে ৮ গোল করে ফেললেন রোনাল্ডো।
5/ 8
সৌদি আরবের ক্লাবে সই করার আগে ফুটবল কেরিয়ারে ৬১টি হ্যাটট্রিক ছিল রোনাল্ডো। আল নাসেরে আরও দুটি হ্যাটট্রিক করেল ৬৩-তে পৌছলেন সিআরসেভেন।
6/ 8
এদিন তিনটি গোল করার পরই সমর্থকরা রোনাল্ডোর সেই ট্রেডমার্ক সেলিব্রেশন দেখতে পান। তিনি যে এখনও সেরা তাও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
7/ 8
এই ম্যাচ জয়ের ফলে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ স্থানে পৌছল আল নাসের। একই ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আল ইত্তিহাদ।
8/ 8
রোনাল্ডোদের পরবর্তী খেলা ১৪ মার্চ। কিংস কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আভার বিরুদ্ধে নামবে আল নাসের। ফের একবার রোনাল্ডো ম্যাজিক দেখার অপেক্ষায় ফ্যানেরা।
এদিন ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করে ফেলেন রোনাল্ডো। ১৮, ২৩ ও ৪৪ মিনিটে পরপর তিনটি গোল করেন আন নাসেরের সুপার স্টার। ৬ ম্যাচে ৮ গোল করে ফেললেন রোনাল্ডো।
রোনাল্ডোদের পরবর্তী খেলা ১৪ মার্চ। কিংস কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আভার বিরুদ্ধে নামবে আল নাসের। ফের একবার রোনাল্ডো ম্যাজিক দেখার অপেক্ষায় ফ্যানেরা।