

ইংল্যান্ড: ৩৬৯ ও ২২৬/২ (ডিক্লেয়ার), ওয়েস্ট ইন্ডিজ: ১৯৭ ও ১২৯ইংল্যান্ড জয়ী ২৬৯ রানে, সিরিজ ২-১-এ জিতে নিল তারা ৷ Photo Courtesy: ICC/Twitter


সাউদাম্পটনে প্রথম টেস্ট হারার পরে ইংল্যান্ডের খারাপ পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ কিন্তু পরের দুটি টেস্ট ব্যাক টু ব্যাক জেতার পাশাপাশি সিরিজ ২-১-এ জিতে সমালোচকদের মুখ বন্ধ করতে সফল ব্রডরা ৷ Photo Courtesy: ICC/Twitter


বৃষ্টির কারণে সোমবার চতুর্থ দিন এক বলও খেলা হয়নি। পঞ্চম দিনের শুরুতেই বাজিমাত করলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের ক্রেগ ব্রেথওয়েটকে এলবিডব্লিউ আউট করতেই টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট নিজের ঝুলিতে পুরে ফেললেন ব্রড। জেমস অ্যান্ডারসনের পর ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন স্টুয়ার্ট ব্রড। Photo Courtesy: ICC/Twitter


১৪০ তম টেস্টে এই নজির গড়লেন ব্রড। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৬৭ রান দিয়ে ১০ উইকেট নেন ব্রড ৷ ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ১২৯ রানেই ৷ Photo Courtesy: ICC/Twitter