

বিশ্ব ক্রিকেটের অন্যতম বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল ৷ তাঁর বিস্ফোরক রূপ শুধুই ক্রিকেটের বাইশ গজে সীমাবদ্ধ নেই ৷ ক্রিকেটের বাইরেও সমান ভাবে বেশ কিছু ক্ষেত্রে অত্যন্ত আগ্রহী ৷ দীপাবলির পরেও ক্রিস গেইল তাঁর ভক্তদের জন্য বড় উপহার দিতে চলেছেন ৷ আসল ক্রিস গেইল একটি পঞ্জাবি গানের ভিডিও মুক্তি দিয়েছেন ৷ (ছবি সৌজন্যে-ইনস্টাগ্রাম) ৷


এই ভিডিও গানের নাম গ্রুব (দ্য পঞ্জাবি রিমিকস) ৷ এই গানের সুর তাঁর, গেয়েছেনও আবিনা শাহ ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


ক্রিস গেইলকে আগে বেশ কিছু ভিডিও-তে দেখতে পাওয়া গিয়েছে ৷ গ্রুব গানে ক্রিস গেইলের কন্ঠস্বরও পাওয়া গিয়েছে ৷ গানটি হিন্দি, পঞ্জাবি ও জামাইকান ভাষাতে গান টি রেকর্পৌঁড করা হয়েছে ৷ (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম) ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


৪১ বছর বয়সী ক্রিস গেইল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ২০২০-তে দারুণ পারফর্ম করেছেন ৷ কিংস ইলেভেনের এই প্লেয়ার মোট ৭ ম্যাচে ৪১.১৪ গড়ে ২৮৮ রান করেছেন ৷ এইবারের আইপিএলে তিনি ৩টি অর্ধশতরান করেছেন ৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এক রানের সেঞ্চুরি করতে পারেননি তিনি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷ @lionsdenkxip/Twitter.