২০১৪-র উম্বলডন চ্যাম্পিয়নশিপে প্রথমবার কানাডার প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। সেবার ফাইনালে গিয়ে হেরে যান জেনি। ২০১২-য় উইম্বলডন গার্লস টাইটেল জিতেছিলেন এই টেনিস সুন্দরী
2/ 6
২০১৪-য় অস্ট্রেলিয়া এবং ফ্রান্স ওপেনে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলেন জেনি। কিন্তু তারপর থেকে ধীরে ধীরে তার ছন্দ হারিয়ে যায় খেলা থেকে
3/ 6
বন্ধুদের সঙ্গে পার্টি করতে ভালোবাসেন এই টেনিস সুন্দরী। তবে বদ্ধ জায়গার থেকে বিচ পার্টিই বেশি পছন্দ জেনির।
4/ 6
টেনিস শুরু করার পর থেকেই ফিটনেসে অসম্ভব জোর দিয়েছেন জেনি। সৈকতে ক্যামেরার সামনে পোজ দেওয়ার পাশাপাশি শরীরচর্চা করলেও দেখা গিয়েছে তাঁকে
5/ 6
টেনিস দুনিয়ায় লাস্যময়ী হিসাবেই পরিচিত ইউজিনি বুশার্ড। কানাডার খেলোয়াড় চোটের জন্য প্রায় এক বছরের বেশি সময় কোর্টের বাইরে। এই সুযোগে ডেটিংয়ে গিয়েছিলেন বুশার্ড
6/ 6
ভারত সফরে এসেছিলেন জেনি। এদেশে পা দিয়ে শাড়ি পরে ছবি তোলেন তিনি। সেই ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন টেনিস সুন্দরী
রুপে চ্যালেঞ্জ দিতেন শারাপোভাকে, শুধু গ্ল্যামারের চক্করে হারিয়ে গেলেন এই টেনিস সুন্দরী
টেনিস দুনিয়ায় লাস্যময়ী হিসাবেই পরিচিত ইউজিনি বুশার্ড। কানাডার খেলোয়াড় চোটের জন্য প্রায় এক বছরের বেশি সময় কোর্টের বাইরে। এই সুযোগে ডেটিংয়ে গিয়েছিলেন বুশার্ড