আজ অনুষ্কা শর্মার জন্মদিন। বিরাট কোহলির স্ত্রী তিনি। তবে বলিউড অভিনেত্রী হিসেবে অনুষ্কা বেশ জনপ্রিয়। আর এই জনপ্রিয়তা তাঁকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।
2/ 8
অনুষ্কার বাবা ছিলেন সেনাকর্মী। বলিউডের সঙ্গে তাঁর পূর্ব পরিচয় ছিল না। নিজেকে নিজেই প্রতিষ্ঠা করেছেন অনুষ্কা। অনেক লড়াইও করতে হয়েছে তাঁকে।
3/ 8
শাহরুখ খানের সঙ্গে রব নে বনা দি জোড়ি সিনেমায় অভিনয়ের পর আর ফিরে তাকাতে হয়নি অনুষ্কাকে। সুলতান, পিকের মতো একের পর এক হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি।
4/ 8
সিনেমার পাশাপাশি ব্র্যান্ড এনডোর্সমেন্ট-এর কাজ করেন অনুষ্কা। জানা যায়, তার জন্য তিনি কমপক্ষে ১০-১২ লাখ টাকা করে নেন।
5/ 8
দিল্লি, মুম্বইতে প্রচুর সম্পত্তি রয়েছে অনুষ্কার। রেঞ্জ রোভার, বেন্টলে, বিএমডব্লিউর মতো লাক্সারি কার রয়েছে তাঁর গ্যারাজে।
6/ 8
মিডিয়া রিপোর্ট বলছে, ২০১৯ সালে ৩০০ কোটি টাকার মালকিন ছিলেন অনুষ্কা। ভাই কর্ণেশের সঙ্গে তিনি একটি প্রোডাকশন হাউস চালান।
7/ 8
২০১৯ সালে বিরাট কোহলির সম্পত্তির পরিমাণ ছিল ৯০০ কোটি টাকা। অর্থাত্ বিরুষ্কার মোট সম্পত্তি ছিল ১২০০ কোটি টাকা।
8/ 8
বাংলার পেসার ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদহ এক্সপ্রেসে দেখা যাবে অনুষ্কাকে। এই সিনেমার মাধ্যমে তিনি আবার বলিউডে কামব্যাক করবেন।