সৌরভ এদিন নিজের ভবিষ্যত্ নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ভবিষ্য়ত্ সম্পর্ক এখনই বলা মুশকিল। সেপ্টেম্বরের পর বোর্ড সভাপতির পদে থাকব কি না সেটাও জানি না। আদালতের নির্দেশের উপর নির্ভর করবে সবটা। আমি মাঠের লোক। মাঠে থাকব, এটুকু বলতে পারি। দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসবে কাজ করেছি। ভবিষ্যতে এমন সুযোগ পেলে কাজ করতে চাই।